X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বানারীপাড়ায় পুনঃনির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর

বরিশাল প্রতিনিধি
০৬ মার্চ ২০১৭, ১৯:৩০আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৯:৩০

বরিশাল

বরিশালে বানারীপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচন স্থগিত করে পুনরায় ভোট নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মনোনিত প্রার্থী মো. শাহে আলম মিয়া। সোমবার দুপুর ২টার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ দাবি জানান ।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের আগের রাতেই আইন -শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ভোট কেন্দ্র দখল করে নেন আওয়ামী লীগ প্রার্থী গোলাম ফারুক। রাতেই ছাত্রলীগ, যুবলীগ ও ক্ষমতাসিন দলের লোকজনসহ বহিরাগতরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না আসার জন্য হুমকি-ধামকি দিয়ে আসেন।

তিনি বলেন, ‘উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের পর থেকেই আওয়ামী লীগ প্রার্থীর কর্মী সমর্থকরা মারধর, ভয়-ভীতি দেখিয়ে আসছেন। বেলা ১২টার মধ্যে সরকারি দল উপজেলার ৩৮টি ভোট কেন্দ্রের মধ্যে ২৫টি থেকে বিএনপি’র পুলিং অ্যাজেন্টদের বের করে দেয়। এসময় তাদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর রাখা হয়। এমনকি তাদের মারধরও করা হয়।

বিএনপি প্রার্থী শাহে আলম বলেন,যে নির্বাচন হয়েছে তার কোনও গ্রহণযোগ্যতা নেই। ভোটারবিহীন ত্রুটিপূর্ণ নির্বাচন স্থগিত করে পূণরায় নির্বাচনের দাবি জানিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন জানানো হয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশন দফতরে লিখিত অভিযোগ করা হয়েছে।’ পূণরায় ভোট গ্রহণের ব্যবস্থা না করলে নির্বাচনী ট্রাইব্যুনালে তিনি মামলা করবেন বলে জানান।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম ফারুক সব অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচন সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ, অবাধ ও  নিরপেক্ষ হওয়ায় নিশ্চিত পরাজয়ের মুখে এ ধরনের অভিযোগ বিএনপি’র পুরানো অভ্যাস। তাদের পরাজয়ের মূল কারণ হবে দলীয় কোন্দল ও অন্তর্দ্বন্দ্ব।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হালিম খান বলেন, সকাল ৮টায় গৌরনদীর ৪৫টি এবং বানারীপাড়ার ৩৮টি কেন্দ্রে একযোগে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনের বিষয়ে তার কোনও আপত্তি থাকলে তা বিধি মোতাবেক ট্রাইবুনালে পেশ করতে পারেন।

/জেবি/

আরও পড়তে পারেন : ওসি কুনিও হত্যা মামলার নথি হাইকোর্টে যাচ্ছে মঙ্গলবার

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…