X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শেরপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি
০৭ মার্চ ২০১৭, ০৫:৫১আপডেট : ০৭ মার্চ ২০১৭, ০৬:০৩

শেরপুর শেরপুরের শ্রীবরদীতে জাহাঙ্গীর আলম হত্যা মামলার রায়ে চার জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলায় একজনকে খালাস দেওয়া হয়। সোমবার (৬ মার্চ) বিকালে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের সবাই পলাতক রয়েছেন। ২০০৪ সালে ওই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল।
হত্যা মামলার রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন— শেরপুরের শ্রীবরদী উপজেলার চিসথিয়াপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মোশারফ হোসেন, কামারদহ গ্রামের আবদার আলীর দুই ছেলে বিফল ও রোমান এবং একই গ্রামের আব্দুল হামিদের ছেলে শাহজাহান। মামলায় খালাস পেয়েছেন ছামিউল হক।
আদালত সূত্রে মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ২ ফেব্রুয়ারি রাতে দণ্ডপ্রাপ্ত আসামি মোশারফ হোসেন কামারদহ গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলমকে (১৮) ভিসিডি দেখার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর আর জাহাঙ্গীরের আর কোনও সন্ধান পাওয়া যায়নি। পরে ১১ ফেব্রুয়ারি দুপুরে কামারদহ গ্রামের ঈদগাহ মাঠের পশ্চিম পাশের একটি জমি থেকে একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের পরনের পোশাক দেখে তাকে জাহাঙ্গীর বলে শনাক্ত করেন তার বাবা দুলাল মিয়া।
ওই ঘটনায় দুলাল মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ৩০ এপ্রিল পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে দীর্ঘ একযুগ পর আদালত সোমবার মামলার রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী (এপিপি) মো. ইমাম হোসেন ও আসামি পক্ষে মো. মোখলেসুর রহমান মামলাটি পরিচালনা করেন।

আরও পড়ুন-

ত্বকী হত্যার ৪ বছর: চার্জশিট দেওয়া হয়নি এখনও

১০ হাজার টাকার বিনিময়ে মুফতি হান্নানকে ছিনিয়ে নিতে ককটেল নিক্ষেপ!

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি