X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সারা দেশে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ মার্চ ২০১৭, ১৯:৪১আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২০:০৮

bongo

সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

গোপালগঞ্জ: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ। পরে নেতারা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।এছাড়াও ফরিদপুর জেলার মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর্জা মনিরুজ্জামান বাচ্চুর নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগ, শ্রমিকলীগ ও বরিশালের বাকেরগঞ্জ কলেজ, বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বরিশাল: বরিশালে যথাযোগ্য মর্যাদায় জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে নয়টায় নগরীর শহীদ সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ নেতারা। এর পর পরই শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের নেতারা ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও  মহানগর যুবলীগ, আওয়ামী আইনজীবী, আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, কৃষকলীগ, জেলা ও মহানগর মহিলালীগ, যুব মহিলালীগ, জাতীয় জেলা ও মহানগর শ্রমীকলীগ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ, জেলা ও মহানগর ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। ৭ই মার্চ দিবসটি পালন উপলক্ষে দলীয় কার্যলয়ে বিকালে আলোচনা সভার আয়োজন করা হয়।

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ও জেলা সভাপতি আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহ।

রাজশাহী: রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে মাইকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। এছাড়াও রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর আওয়ামী লীগের নেতারা। এছাড়াও রাজশাহী কলেজ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ও সিটি কলেজ থেকে ছাত্রলীগের উদ্যোগে মহানগরে পৃথকভাবে শোভাযাত্রা বের করা হয়।

 এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 /জেবি/

আরও পড়তে পারেন: অ্যাপসেই পাওয়া যাবে রাবি সংশ্লিষ্টদের কন্টাক্ট নম্বর

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!