X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

শাহজাদপুরে প্যানেল মেয়রের ওপর পৌরসভার দায়িত্ব অর্পণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ মার্চ ২০১৭, ০১:৩১আপডেট : ০৮ মার্চ ২০১৭, ০১:৫৬

শাহজাদপুর পৌরসভার প্যানেল মেয়র-২ নাসির উদ্দিন সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়েছে প্যানেল মেয়র-২ নাসির উদ্দিনের ওপর। মঙ্গলবার (৭ মার্চ) বিকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপ-সচিব আব্দুর রউফ মিয়ার স্বাক্ষরিত এক আদেশপত্রে নাসির উদ্দিনকে এই দায়িত্ব দেওয়া হয়। শাহজাদপুর পৌরসভার সচিব খান মোহাম্মদ ফারাভী বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন।
শাহজাদপুর পৌরসভা সূত্রে জানা গেছে, মঙ্গলবার পৌরসভার প্যানেল মেয়র-২ নাসির উদ্দিনকে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগে এ সংক্রান্ত আদেশের অনুলিপি সিরাজগঞ্জ জেলা প্রশাসক, শাহজাদপুর পৌর মেয়র, সচিব ও স্থানীয় সরকার বিভাগের প্রোগ্রামার বরাবর পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাছির উদ্দিন এ দায়িত্ব পালন করবেন বলে ওই আদেশপত্রে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে মেয়র ও তার ভাইদের সঙ্গে সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে পরদিন নিহত হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। ওই ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন মেয়রকে প্রধান আসামি এবং তার ভাই মিন্টু ও পিন্টুসহ ১৭ জনকে অন্যান্য আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ ৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে পলাতক মিরুকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
গত এক মাস থেকে মিরু কারাগারে থাকায় পৌরসভার কার্যক্রম ব্যহত হয় এবং প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। আর এ কারণেই স্থানীয় সরকার বিভাগ থেকে প্যানেল মেয়র নাসির উদ্দিনকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতার দায়িত্ব দেওয়া হয় বলে পৌরসভা সূত্রে জানা গেছে।

আরও পড়ুন-

জীবনযুদ্ধে হার না মানা ভ্যানচালক জায়দা বেগম

বখাটের বিরুদ্ধে নিজেই মামলা করলেন বিচারক

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন দলের নেতাকর্মীরা
প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন দলের নেতাকর্মীরা
পশ্চিমবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, নিহত ৮
পশ্চিমবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, নিহত ৮
সিলেট শহরে ঘরে ঘরে পানি, পশু কোরবানি নিয়ে বিপাকে
সিলেট শহরে ঘরে ঘরে পানি, পশু কোরবানি নিয়ে বিপাকে
ঈদের ১০ ধারাবাহিক নাটক
ঈদের ১০ ধারাবাহিক নাটক
সর্বাধিক পঠিত
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
বড় গরু নিয়ে বিপত্তি, দামই বলছেন না ক্রেতারা
কোরবানির হাটের শেষ দিনবড় গরু নিয়ে বিপত্তি, দামই বলছেন না ক্রেতারা
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!