X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

স্বপ্ন ভেঙে গেছে জঙ্গি মোস্তফার বাবার

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৮ মার্চ ২০১৭, ১৫:৫২আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৫:৫২

জঙ্গি মোস্তফার বাবা মোফাজ্জল হোসেন ‘তিন ছেলে, এক মেয়েকে বাংলা লাইনে লেখাপড়া করাইছি। মেজ ছেলেকে দ্বীনি লাইনে লেখাপড়া করাবো, বংশের মধ্যে বড় আলেম হইব। নাম ডাক হইব এবং বাপ-দাদা ও বংশের মানুষ কেউ মরলে জানাজা পড়াইবো। বাড়ির পাশে দাদার প্রতিষ্ঠিত মসজিদে ইমামতি করবো- এই আশায় খেত খামারে কাজ কইরা অনেক কষ্টে মোস্তফারে মাদ্রাসা লাইনে পড়তে দিলাম। কিন্তু আজ ছেলে জঙ্গি হইয়া সব স্বপ্ন ভাইঙ্গা দিছে। জঙ্গির বাপ হওয়া যে কতোটা অপমানের,  কতোটা লজ্জার এ কথা কারে কই। এখন আর মানুষের সামনে মুখ দেখেইতে ইচ্ছে করে না।’

কান্না জড়িত কণ্ঠে বাংলা ট্রিবিউনের প্রতিনিধিকে কথাগুলো বলছিলেন তারাকান্দার পূর্ব পাগুলী গ্রামের নব্য জঙ্গি মোস্তফা কামালের বাবা মোফাজ্জল হোসেন।

তিনি আরও জানান, মোস্তফা ছোটবেলা থেকেই খুব সহজ সরল ছিল। নরসিংদী পড়তে গিয়ে বিপথগামীদের সঙ্গে মিশেই জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পরে সে।

মোস্তফার বড় ভাই আব্দুল মোতালেব জানান, পাশের গ্রামের দাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর বড় আলেম বানানোর জন্য তাকে তারাকান্দা বড় মসজিদের হেফজ বিভাগে ভর্তি করা হয়। ২০১৩ সালে হেফজ পাস করে সে হাফেজ হয়।পরে ২০১৪ ও ২০১৫ সাল দুই বছর ময়মনসিংহ জামিয়া ফয়জুর রহমান বড় মসজিদের হেফজ বিভাগে হেফজ শুনানি করে সে। এরপরই তাকে খারেজি লাইনে উচ্চশিক্ষার জন্য নরসিংদী জেলার শেখের চর কওমি মাদ্রাসায় ভর্তি করা হয়। ৪/৫ মাস পরপর ছুটি পেলে বাড়িতে বেড়াতে আসতো মোস্তফা।

তিনি জানান, মোস্তফা মেধাবী ছাত্র ছিল। এক বছর আগে দাদা হাজী মো. মমরোজ আলী মারা গেলে মোস্তফা দাদার জানাজা পড়ায়।

তারাকান্দা বড় মসজিদের খতিব মাওলানা সাইদ সাইফী বলেন, ‘মাদ্রাসার হেফজ বিভাগে ৪/৫ বছর লেখাপড়া করে মোস্তফা। সে সহজ সরল ছিল। বিশ্বাস করতে পারছি না মোস্তফা জঙ্গি কর্মকাণ্ডে জড়াবে।’

এদিকে, ময়মনসিংহ জামিয়া ফয়জুর রহমান বড় মসজিদের অধ্যক্ষ আল্লামা আব্দুল হক জানান, তার মাদ্রাসায় লেখাপড়া শেষ করার পর ছাত্ররা জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পরবে এটা বিশ্বাস করা যায় না। তবে অভাবের তাড়নায় অর্থনৈতিক কারণে প্ররোচিত হয়ে মোস্তফা জঙ্গি হতে পারে বলে ধারণা করছেন আল্লামা আব্দুল হক।

বালিখা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম  জানান, অনেক কষ্টে এই পরিবারটির সংসার চলে। নিরীহ প্রকৃতির পরিবারের সন্তান হয়ে মোস্তফা জঙ্গি কর্মকাণ্ডে জড়াবে এটা এলাকাবাসী বিশ্বাস করতে পারছে না।

/বিএল/টিএন/

এ সংক্রান্ত খবর:
জিজ্ঞাসাবাদ শেষে জঙ্গি মোস্তফার বাবা-মা ও দুই ভাইকে ছেড়ে দেওয়া হয়েছে

মুফতি হান্নানের প্রিজন ভ্যানে হামলা: জঙ্গি মোস্তফার বাবা-মা ও দুই ভাই আটক

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা