X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

জিএসপি নিয়ে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই রয়েছে: বার্নিকাট

সাভার প্রতিনিধি
০৯ মার্চ ২০১৭, ১৮:৪৪আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৮:৪৪

আশুলিয়ায় বার্নিকাট যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের (জিএসপি) বিষয়ে মার্কিন সরকার এখনও আগের অবস্থানেই রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে সাভারের আশুলিয়ায় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডে আওয়াজ ফাউন্ডেশনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

মার্কিন রাষ্ট্রদূত এসময় আরও বলেন, ‘জিএসপি’র জন্য যে শর্তগুলো বেঁধে দেওয়া হয়েছিল সেগুলো পূরণ করতে হবে। সেগুলো প্রতিপালনে সরকারকে আরও দৃঢ়ভাবে এগিয়ে আসতে হবে। তবে মূল কাজটা কিন্তু শিল্প মালিকদেরই।’ বার্নিকাট বলেন, তিনি নিজেও চান বাংলাদেশ এই সুবিধাভুক্ত হোক। তবে সে জন্য আরও উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তিনি।

পোশাক খাতে অশান্ত পরিবেশ, মজুরি নিয়ে প্রশ্ন এসব বিষয় তোলা হলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘শ্রমিকদের মজুরি- বেতন বাড়াতে হবে এমন দাবি করা হয়। তবে আমি বলবো এটি একান্তই মালিক ও শ্রমিকের  বিষয়। ঘরের স্ত্রীর সঙ্গে যদি ভালো সম্পর্ক তৈরি করা যায় তবে কোনও দ্বন্দ্ব থাকে না। সেখানে কোনও তৃতীয় পক্ষও অনুপ্রবেশ করতে পারে না। অস্থিরতা হয় না। এছাড়াও শ্রমিকদের আলোচনা করার মতো কোনও ট্রেড ইউনিয়ন না থাকায় শ্রমিকদের কথা বলার জায়গা নেই। বাংলাদেশকেও পোশাক খাতের সেই অস্থিরতা দূর করতে নিজেদের মালিক-শ্রমিক সম্পর্কের উন্নয়ন করতে হবে।’

মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রেই শ্রমিকরা যথাযথভাবে তাদের অধিকার আদায়ে সঠিক ব্যক্তির কাছে যেতে পারেন না। এ বিষয়ে শ্রমিক সংগঠনের ভূমিকা অনেক।’ টেকসই তৈরি পোশাক শিল্পে শ্রমিক মজুরি, তাদের সন্তানদের কল্যাণসহ নানা বিষয়ে যুক্তরাষ্ট্র সচেতন বলেও যোগ করেন বার্নিকাট।

এর আগে মার্কিন রাষ্ট্রদূত জিরাবো এলাকায় বন্ধ করে দেওয়া বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি জিরাবো শাখা অফিস পরিদর্শন করেন। মার্কিন রাষ্ট্রদুতের সঙ্গে এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক নেত্রী নাজমা রহমান,  বিজিএমইএর ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তাসহ আরও অনেকে।

/এফএস/ 

আরও পড়ুন- 

পাটকে অবহেলা না করার আহ্বান প্রধানমন্ত্রীর

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা পুনঃতদন্ত হবে না

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?