X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সমাজে নারীরা পুরুষের সমান মর্যাদা পায় না: সন্তু লারমা

রাঙামাটি প্রতিনিধি
১১ মার্চ ২০১৭, ১৫:৪৪আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৫:৪৪

সন্তু লারমা ‘সমাজে নারীরা পুরুষের সমান মর্যাদা পায় না। নারীরা যতই পড়াশুনা করুক না কেন, শেষ পর্যন্ত নারীদের রান্না ঘরে আবদ্ধ থাকতে হয়। সমাজে উন্নয়নে তাদেরও ভূমিকা প্রয়োজন। শুধু পুরুষের পক্ষে এই সমাজকে পরিবর্তন সম্ভব না।’ শনিবার (১১ মার্চ) সকালে তিন পার্বত্য জেলার প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে যোগ দিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা এই কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে সন্তু লারমা বলেন, ‘যারা শিশুদের শিক্ষা দেবে সেই শিক্ষকদের ন্যূনতম যাচাইবাচাই ছাড়া দুর্নীতির মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে। এরা স্কুলে কী শেখাবে।’ রাঙামাটিতে সন্তু লারমা

তিনি আরও বলেন, ‘১৯১৫ সালে চাকমা যুব সমিতি নামে একটি সংগঠন ছিল। তারা তখন শিক্ষা প্রসারে কাজ করেছেন। এরপর ১৯২০ সালে কৃষ্ণ কিশোর চাকমা শিক্ষা প্রসারের জন্য আন্দোলন শুরু করেন। তাদের আন্দোলনের ফসল হিসেবে পার্বত্য আঞ্চলে বিদ্যালয় স্থাপন শুরু হয়। কিন্তু কাপ্তাই বাঁধের পর সব বিলীন হয়ে যায়।’ রাঙামাটিতে সন্তু লারমা

জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙামাটি সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা, প্রাক্তন শিক্ষক নিরুপা দেওয়ান, প্রাক্তন প্রধান শিক্ষক অঞ্চলিকা খীসা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মেয়ে ও ভাষাসৈনিক ড. শহিদুল্লার নাতনি কাউসার জাহান ফরিদা, রাঙামাটি জোন কমান্ডার লে. কর্নেল মো. রিদুয়ান, কমান্ডার ৩০৫ পদাদিক ও রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফারুক, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি।

দুইদিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান শুক্রবার বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে শুরু হয়। শনিবার ছিল অনুষ্ঠানের শেষ দিন। আলোচনা অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

/এফএস/

আরও পড়ুন- 

শিক্ষার্থীদের ভালো রেজাল্টের জন্য প্রশ্নফাঁস হচ্ছে স্কুল থেকেই!

নেতাদের বাঁচাতে হেফাজতের নতুন কৌশল

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী