X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা: ৩ জন গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
১৬ মার্চ ২০১৭, ১৭:২৭আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৭:৩১

 

সুন্দরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা: ৩ জন গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে রেজাউল ইসলাম (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়ায় মামলায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে ভোর রাতে সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পূর্ব-ছাপড়হাটি মাঠেরহাট গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উত্তর মরুয়াদহ গ্রামের মৃত পারক উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান (৩৮), খামার পাঁচগাছী গ্রামের আবুল হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৪০) ও নিজাম উদ্দিন (৩৫)।নিহত রেজাউল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের আজিজুল হকের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, উত্তর মরুয়াদহ গ্রামের বয়েন উদ্দিনের ছেলে আবু হাশেমের সঙ্গে একই গ্রামের রহিম উদ্দিনের ছেলে গোলজার হোসেনের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে রবিবার (১২ মার্চ) বিকেলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে একই গ্রামের আজিজুল হকের ছেলে রেজাউলসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এরমধ্যে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় রেজাউলের মৃত্যু হয়। পরে নিহত রেজাউলের বাবা আজিজুল বাদী হয়ে ১৪ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করা হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: বিএনপি যত কথাই বলুক, তারা আগামী নির্বাচনে আসবে: বাণিজ্যমন্ত্রী

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!