X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে অবস্থান করছেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০১৭, ১৩:০৬আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১৩:০৬

টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তারা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও মোনাজাতে শরিক হন। পরে রাষ্ট্রপতি ঢাকায় ফিরে এলেও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে গোপলগঞ্জে রয়ে গেছেন প্রধানমন্ত্রী। তবে শুক্রবার বিকালে তিনি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে। 

শুক্রবার সকাল ১০টা ২৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি  মো. আবুদল হামিদ ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কিছু সময় বেদীর পাশে তারা নিরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর পক্ষ  থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায়  দোয়া  মোনাজাত করেন। রাষ্টপতি বঙ্গবন্ধু সমাধিসৌধ চত্বরে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর প্রধানমন্ত্রী  শেখ হাসিনা দলের সিনিয়র  নেতাদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ  থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধানগণ, পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  নেতারা উপস্থিত ছিলেন।

১১টার দিকে ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ,  গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পুলিশের আইজি, র‌্যাবের মহাপরিচালকসহ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক , শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের পক্ষ  থেকে বঙ্গবন্ধুর প্রতি জন্মদিনের শ্রদ্ধা নিবেদন করা হয়। টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানালেন আওয়ামী লীগ নেতারা

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর রাষ্টপতি মো. আবুদল হামিদ বেলা সাড়ে ১১ টার দিকে টুঙ্গিপাড়া  থেকে ঢাকার উদ্দেশে রওনা  দেন।

প্রধানমন্ত্রী  শেখ হাসিনা রাষ্টীয় এসব কর্মসূচি  শেষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে অবস্থান করেন।  সেখানে তিনি জুমার নামাজ আদায় ও বিশ্রাম  নেবেন। বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের পাবলিক প্লাজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্য  দেবেন। শিশু সমাবেশ  শেষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধানমন্ত্রী দর্শক সারিতে বসে উপভোগ করবেন। এসব অনুষ্ঠান শেষে সমাধিসৌধ চত্বরে প্রধানমন্ত্রী গ্রন্থ  মেলার উদ্বোধন করবেন। পরে তিনি  সেলাই  মেশিন বিতরণ এবং  ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করবেন। বিকেলে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া থেকে ঢাকা ফেরার কথা রয়েছে।
/এফএস/

আরও পড়ুন- 


মাত্র তিন মিনিটে খুন হন আরিফা

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া