X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডতে আটক ২ জঙ্গি ১২ দিনের রিমান্ডে

চট্টগ্রাম ব্যুরো
১৭ মার্চ ২০১৭, ২৩:৫৬আপডেট : ১৮ মার্চ ২০১৭, ০০:১৯

সীতাকুণ্ডে ‘সাধনকুটির’ বাড়ি থেকে আটক দুই জঙ্গি চট্টগ্রামের সীতাকুণ্ডের আমিরাবাদে ‘সাধনকুটির’ বাড়ির ঘটনায় দুই জঙ্গির সন্ত্রাস দমন আইন মামলায় সাত দিন এবং অস্ত্র আইন মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ রেজার আদালত শুক্রবার (১৭ মার্চ) রাত ১০টায় এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউর রহমান রেজা বাংলা ট্রিবিউনকে জানান, জঙ্গিদের প্রত্যেক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর বিপরীতে সাত দিন ও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন আদালত পরিদর্শক এ এইচএম মশিউর রহমান।

আটক দুই জঙ্গি প্রাথমিকভাবে নিজেদের নাম জসিম ও আরজিনা বলে জানিয়েছে। তাদের সঙ্গে থাকা একটি শিশুকে নিজেদের সন্তান দাবি করে তারা। আদালতে তোলা হলে শিশুটিকে পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। রিমান্ড শেষে তার বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলেও জানানো হয় আদালতে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রেমতলা ও আমিরাবাদ এলাকায় দুটি বাড়িতে জঙ্গি আস্তানার ঘটনায় শুক্রবার (১৭ মার্চ) সীতাকুণ্ড থানায় পুলিশ বাদী হয়ে চারটি মামলা দায়ের করে। প্রেমতলার ‘ছায়ানীড়’ নামের বাড়িতে জঙ্গি আস্তানার দ্বিতীয় ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, হত্যা ও পুলিশের ওপর হামলা আইনে দুটি মামলা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (১৫ মার্চ) সন্ধ্যার পর ‘সাধনকুটির’ বাড়ি থেকে জসিম ও আরজিনাকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র। আরজিনার গায়ে তখন আত্মঘাতী হামলার ভেস্ট ছিল।

পরে সীতাকুণ্ডের প্রেমতলায় ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াত টিমের নেতৃত্বে শুরু হয় ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’। এতে নব্য জেএমবির এক নারীসহ তিন পুরুষ জঙ্গি নিহত হয়। সেখান থেকে পরে এক শিশুর মৃতদেহও উদ্ধার করা হয়। সেখানেও প্রচুর বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া