X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এমপি রানার নির্দেশেই ২ যুবলীগ নেতা ‘খুন’!

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ মার্চ ২০১৭, ১৪:০৫আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৪:৪৯

এমপি রানা টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার ভাই জাহিদুর রহমান খানের বিরুদ্ধে আবারও খুনের অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে পাঁচ বছর আগে নিখোঁজ দুই যুবলীগ নেতাকে খুনের অভিযোগ করে জবানবন্দি দিয়েছেন হত্যা এবং লাশগুম মামলার দুই আসামি।

জানা গেছে, হত্যা এবং লাশ গুমের মামলায় গ্রেফতার শাহাদত হোসেন ওরফে সাধু (৪৫) গত বৃহস্পতিবার (১৬ মার্চ) এবং খন্দকার জাহিদুল ইসলাম (৩৮) গত শনিবার (১১মার্চ) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই জবানবন্দিতে তারা জানান, এমপি রানা ও তার ভাই জাহিদুরের নির্দেশেই যুবলীগ নেতা মোহাম্মদ শামীম (২৮) ও মামুন মিয়াকে (২৫) হত্যা করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৬ জুলাই সকালে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ শামীম এবং সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া বাড়ি থেকে টাঙ্গাইল শহরের উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তারা নিখোঁজ হন। এ ব্যাপারে শামীমের মা আছিয়া খাতুন বাদী হয়ে ১৭ জুলাই টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে নিখোঁজ মামুনের বাবা আব্দুল আজিজ বাদী হয়ে ২০১৩ সালের ৯ জুলাই টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে মামলা করেন। আদালত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। মামলায় যুবলীগ কর্মী মোর্শেদসহ ১৩ জনকে আসামি করা হয়। পরবর্তীতে মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ বলেন, মামলার এজাহারভুক্ত জাহিদুলকে গত ১০ মার্চ রাতে এবং শাহাদতকে ১৫ মার্চ রাতে শহরের বিশ্বাস বেতকা এলাকা থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে দুজনই জ্যেষ্ঠ বিচারিক হাকিম রূপম কান্তি দাশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালত সূত্রে জানা যায়, জাহিদুল ও শাহাদত জবানবন্দিতে বলেন, মামুন ও শামীমকে হত্যার কিছুদিন আগে এমপি রানার ভাই জাহিদুর তার কার্যালয়ে যুবলীগ কর্মী মোর্শেদসহ কয়েকজনকে ডাকেন। তাদের পাঁচ লাখ টাকা এবং একটি রিভলবার দিয়ে কলেজমোড় এলাকার যুবদল নেতা আহমেদুল হক শাতিলকে হত্যা করতে বলেন। জাহিদুরের নির্দেশে শাতিলকে হত্যার জন্য মামুন ও শামীমকে ডাকেন মোর্শেদ। এ জন্য মোর্শেদ তাদের দুটি মোটরসাইকেল, সাত লাখ টাকা ও দুটি রিভলবার দেন। কিন্তু শাতিলকে হত্যা না করায় পরবর্তীতে তাদের দুজনকেই মোর্শেদের অফিসে ডেকে এনে হত্যা করে লাশ বাসাইল উপজেলার নথখোলায় নিয়ে ঝিনাই নদীতে ভাসিয়ে দেয়। রাতে মোর্শেদ ও তার সহযোগীরা এমপি রানার সঙ্গে দেখা করেন। রানা তাদের কিছুদিন আত্মগোপনে থাকতে বলেন।

মামলার তদন্ত কর্মকর্তা আরও জানান, রবিবার পুলিশের একটি দলকে বাসাইল উপজেলায় পাঠানো হবে। তারা ঝিনাই নদীর আশপাশের থানাগুলো চিহ্নিত করে সেসময় কোনও অজ্ঞাত লাশ পাওয়া গিয়েছিল কিনা সে বিষয়ে কাজ শুরু করবে। 

এদিকে, এমপি রানা ও তার ভাইয়ের বিরুদ্ধে আবারও খুনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বলেন, ‘আমরা তাদের দল থেকে বহিষ্কার করে দিয়েছি। তারা এখন আর আমাদের কেউ না। আসামি তাদের জবানবন্দিতে রানা ও তার ভাই দুই যু্বলীগ নেতাকে খুনের ঘটনায় জড়িত থাকার কথা বলেছে। এছাড়াও রানাদের খুন-খারাবির বিষয়ে সবাই জানে।’

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক বলেন, ‘এই ঘটনা যখন ঘটে তখন আমি যুবলীগের কেউ ছিলাম না। আর এই খুনের ঘটনার সঙ্গে যাদের নাম উঠে আসছে তারা এখন যুবলীগের কেউ না।’

/বিএল/

আরও পড়ুন:
প্রথমে ছেলে দাবি, পরে না

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে