X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সভাপতির দায়িত্ব পেলেন রোগীর স্বজনকে ‘লাঞ্ছনাকারী’ ইন্টার্ন

বগুড়া প্রতিনিধি
১৯ মার্চ ২০১৭, ১৫:১৪আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৫:৪০

শজিমেক হাসপাতাল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজনকে লাঞ্ছনার অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে সেই ইন্টার্ন চিকিৎসক আশিকুজ্জামান আসিফকে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি করা হয়েছে। তিনি ছাত্রলীগ শজিমেক শাখার সহ-সভাপতির পদেও রয়েছেন।

জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জের কোনাগাতি গ্রামের আলাউদ্দিন সরকার মস্তিষ্কে রক্তক্ষরণ সংক্রান্ত জটিলতা নিয়ে শজিমেক হাসপাতালে ভর্তি হন। পরদিন সকালে ‘তুচ্ছ’ ঘটনা নিয়ে তার ছেলে আবদুর রউফের সঙ্গে ইন্টার্ন নূর জাহান বিনতে নাজের কথা কাটাকাটি হয়। রোগীর স্বজনরা ইন্টার্ন চিকিৎসকের কাছে ফ্যানের সুইচ জানতে চান ও পরে এ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে ইন্টার্ন আসিফ ও অন্যরা এসে রউফকে বেদম মারপিট করেন। পরিচালকের রুমে নিয়ে ১০০ বার কান ধরে ওঠাবসা করানো হয়। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর কাছে নালিশ করার কথা বললে তখন ছাত্রলীগ শজিমেক শাখার সভাপতি রাব্বী ও সাবেক সহ-সভাপতি কুতুব উদ্দিনের নেতৃত্বে ইন্টার্নরা রউফসহ তার ভাই ও দুই নারী স্বজনকেও মারপিট করেন বলে অভিযোগ রয়েছে। এরই মধ্যে আলাউদ্দিন সরকার আরও অসুস্থ হয়ে পড়েন। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তিনি মারা যান।

রোগীর স্বজনদের সঙ্গে বিবাদ ও সংঘর্ষের জের ধরে ইন্টার্নরা পরে ৭ দফা দাবি তুলে কর্মবিরতি শুরু করেন। এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির সরেজমিন রিপোর্টের পর চার ইন্টার্ন ডা. আসিফ, ডা. রাব্বী, ডা. নাজ ও ডা. কুতুবের ইন্টার্নশিপ ছয় মাসের জন্য স্থগিত করা হয়। এর প্রতিবাদে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। তাদের সঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) একাত্মতা ঘোষণা করে। এতে হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে। বাধ্য হয়ে স্বাস্থ্যমন্ত্রী তাদের শাস্তি প্রত্যাহার করেন।

এদিকে ডা. আসিফকে ইন্টার্ন চিকিৎসক পরিষদ শজিমেক শাখার সভাপতি করার ঘটনায় চিকিৎসকরাও বিস্ময় প্রকাশ করেছেন। সাজা না দিয়ে তাকে বরং ‘পুরস্কৃত’ করা হলো বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চিকিৎসক মন্তব্য করেছেন।

এ ব্যাপারে ইন্টার্ন চিকিৎসক পরিষদ বগুড়া শজিমেক শাখার সভাপতি ও ছাত্রলীগের সহ-সভাপতি ডা. আশিকুজ্জামান আসিফ সাংবাদিকদের বলেন, ‘আমাকে সভাপতি করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগের কমিটির সভাপতি এক ছাত্রদল নেতা থাকায় ওই কমিটির কার্যক্রম ছিল না।’

/এফএস/ 

আরও পড়ুন- 


ধলেশ্বরীর প্রাণ যায় যায়!

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না