X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হিলি সীমান্ত ও ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি

হিলি প্রতিনিধি
১৯ মার্চ ২০১৭, ১৭:০৫আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৭:০৯

হিলি সীমান্তে বাড়তি সতর্কতা

হিলি সীমান্ত ও ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ। রাজধানীর আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতর ও খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় র‌্যাবের চেকপোস্টে আত্মঘাতী হামলার ঘটনায় এ সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার (১৯ মার্চ) সরেজমিনে দেখা গেছে, সীমান্ত এলাকা দিয়ে যাতে কেউ অবৈধভাবে যাতায়াত করতে না পারে সে দিকে বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। আবার, ইমিগ্রেশন চেকপোস্টে প্রত্যেক যাত্রীকে যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পরেই যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া বিজিবির পাশাপাশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীও (বিএসএফ) বাড়তি টহল দিচ্ছে।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো.মাহবুব আলম বলেন, ‘সীমান্তে যাতে কোনও ধরনের নাশকতামূলক ঘটনা কেউ না ঘটাতে পারে সেজন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কোনও অপরাধী যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে যেতে বা ভারত থেকে দেশে আসতে না পারে সেজন্য সতর্ক থাকতে বলা হয়েছে। নির্দেশনা আসার পর নিয়মিত দায়িত্ব পালনের পাশপাশি বাড়তি টহলের ব্যবস্থা করা হয়েছে।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফতাব হোসেন বলেন, ‘প্রত্যেক পাসপোর্টধারী যাত্রীদের জিঙ্গাসাবাদের মাধ্যমে এবং তাদের ছবি দেখে পরিচয় নিশ্চিত হওয়ার পরেই কেবল যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা