X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় দিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিয়ানমারের প্রতিনিধি দল

কক্সবাজার প্রতিনিধি
২০ মার্চ ২০১৭, ১০:৩৭আপডেট : ২০ মার্চ ২০১৭, ১০:৩৭

উখিয়ার বালুখালীর নতুন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে প্রতিনিধি দল দ্বিতীয় দিনের মতো বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে মিয়ানমারের ১০ সদস্যের প্রতিনিধি দল। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালীর নতুন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তারা। বিকেলে টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজার পৌঁছে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে বৈঠক করে। এ সময় তারা মিয়ানমার-বাংলাদেশের সম্পর্কের উন্নয়নসহ রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা  করেন। পরে বিকাল সাড়ে ৩টার দিকে প্রতিনিধি দলটি কুতুপালং ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এরপর উখিয়ার পাতাবাড়িতে অবস্থিত বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘রোহিঙ্গা নির্যাতনে তদন্ত করতে মিয়ানমার সরকারের ১০ সদস্যের প্রতিনিধি দল সকাল ৯টার দিকে উখিয়ায় আসেন। এরপর সাড়ে ৯টার দিকে বালুখালীতে গড়ে উঠা নতুন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।’

গত বছরের ৯ অক্টোবর মিয়ানমারের সংঘাতের পর ওখানে ব্যাপক নির্যাতনের অভিযোগ উঠে সে দেশের সেনা বাহিনীর বিরুদ্ধে। এসময় নতুন করে ৭০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এদের সম্পর্কে তদন্ত করতে মিয়ানমার সরকার একটি তদন্ত দল গঠন করেন। যার প্রধান হচ্ছেন জ্যং মিন্ট পে। তার নেতৃত্বেই ১০ সদস্য কক্সবাজার এসেছেন। প্রতিনিধি দলে অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- ত্যং তুই থেট, তুন মায়ার্ট, নিয়াট সোয়ে, থেট থেট ঝিন, নিয়ান নাই ম্যান।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন গত রবিবার জানিয়েছিলেন, ‘প্রতিনিধি দলটি কীভাবে উভয় দেশের সম্পর্কের উন্নয়ন করা যায় তার উপায় নিয়ে আলাপ করেছে। এছাড়া রোহিঙ্গাদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছে। রোহিঙ্গারা কেন বাংলাদেশে পালিয়ে এসেছে তা জানার চেষ্টা করবেন।’

প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রাণালয়ের কর্মকর্তা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিরা রয়েছেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫