X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে সাংবাদিককে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় মামলা

লালমনিরহাট প্রতিনিধি
২০ মার্চ ২০১৭, ১৭:৪৬আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৭:৪৯


লালমনিরহাটে সাংবাদিককে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় মামলা লালমনিরহাটের আদিতমারীতে রেজাউল করিম রাজ্জাক (৩৩) নামে এক সাংবাদিককে পুড়িয়ে মারা চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) রাতে সাংবাদিক রাজ্জাক বাদী হয়ে এ মামলাটি করেন।



রেজাউল করিম রাজ্জাক উপজেলার কমলাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি দৈনিক বাংলাদেশ সময় পত্রিকায় আদিতমারী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
আদিতমারী থানা পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের দুটি রাস্তার লক্ষাধিক টাকার ৭টি গাছ কর্তন করেন স্থানীয় একটি চক্র। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক রেজাউল করিম রাজ্জাক। বিষয়টি জানতে পেয়ে ওই চক্রের হোতা কমলাবাড়ি কুমড়িহাট এলাকার স্কুলশিক্ষক মৃত মতিয়ার রহমানের ছেলে মাহবুবার রহমান বাবু ওই সাংবাদিককে রবিবার মোবাইলে অকথ্য ভাষায় গালমন্দ করে হত্যার হুমকি দেন। একই দিন বিকালে সাংবাদিক রেজাউল বাড়ি থেকে বের হয়ে প্রেসক্লাবের উদ্দেশে বের হলে মিলন বাজার নামকস্থানে রাজ্জাকের মোটরসাইকেলের গতিরোধ করে তেলের লাইন খুলে আগুন ধরানোর চেষ্টা করে মাহবুবার রহমান বাবু। এ সময় সাংবাদিক রাজ্জাকের চিৎকারে পাশ্ববর্তী লোকজন দৌঁড়ে এসে তাকে এবং মোটরসাইকেলটি উদ্ধার করেন। এ ঘটনায় সাংবাদিক রাজ্জাক বাদী হয়ে মাহবুবার রহমানকে আসামি করে আদিতমারী থানায় রাতেই মামলা দায়ের করেন।
সাংবাদিক রেজাউল করিম রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে আদিতমারী প্রেসক্লাবের উদ্দেশে বাড়ি থেকে বেড় হলে পথিমধ্যে আমাকে গতিরোধ করে মোটরসাইকেলের তেলে লাইন খুলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। আমার চিৎকারে লোকজন ছুটে এসে আমাকে ও মোটরসাইকেলটি উদ্ধার করেন।’
আদিতমারী প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন বলেন, ‘এ বিষয়ে প্রেসক্লাবে জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আদিতমারী থানায় এহাজার দাখিল করা হয়। পরে মামলা নথিভূক্ত করা হয়েছে। অবিলম্বে আসামি গ্রেফতার না করা হলে কর্মসূচি দেওয়া হবে।’
আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামি মাহবুবার রহমান বাবুকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট