X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে ‘হেরাবন’ আস্তানায় বন বিভাগের অভিযান, আটক ৬

গাজীপুর প্রতিনিধি
২০ মার্চ ২০১৭, ১৯:২৩আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৯:২৩

শ্রীপুরে ‘হেরাবন’ আস্তানায় বন বিভাগের অভিযান, আটক ৬
গাজীপুরের শ্রীপুর উপজেলার ফুলানীরছিট এলাকা থেকে বনের ১ হেক্টর জমি উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত শ্রীপুর রেঞ্জের বন কর্মকর্তা-কর্মচারীরা অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করেন
এ সময় কর্তব্যে বাধা দেওয়ায় হেরাবনের ৬ ভক্তকে আটক করা হয়েছে। তারা হলেন-সেকোন্দার (৬০), নজরুল ইসলাম (২৮), সাফিজ উদ্দিন (৩৫), মাহফুজ (২৪), রাসেল (২৪) ও ফজলুল হক (৪৫)। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক জানান, জয় গুরু মনিরশাহ নামে এক ব্যক্তি শিমলাপাড়া বন বিটের গহীন অরণ্যে প্রায় ১০ বছর ধরে ‘হেরাবন’ নামে একটি আস্তানা গড়ে তোলেন। তিনি নিজেকে আধ্যাতিক সাধক হিসেবে পরিচয় দেন।
এক সময় ওই গ্রামের আবু তালেবের মা জমিলা খাতুন মনির শাহকে ৭ শতাংশ জমি লিখে দেন। পরে মনির শাহ সেখানে ‘হেরাবন’ আস্তানা গড়ে তোলেন। কিছু দিনের মধ্যেই স্থানীয় ও দূর-দূরান্তে থেকে আসা অসংখ্য ভক্ত জুটে যায়। এ সময় তিনি লিখে দেওয়া জমির বাইরে বনের প্রায় ১২ বিঘা জমি দখলে নিয়ে আস্তানার জন্য স্থাপনা গড়ে তোলেন। কিছু অংশে প্রায় ১ হাজার আমের চারা রোপণ করেন। এর আগেও কয়েকবার আস্তানা উচ্ছেদের চেষ্টা করা হয়। তখন স্থানীয় ভক্তদের অনুরোধ ও বাধার মুখে সব উদ্যোগ ভেস্তে যায়।
চলতি মাসে হেরাবন আস্তানার অবৈধ দখল ও মাদক সংশ্লিষ্টতার বিষয়টি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়।  এরপরই অভিযানটি পরিচালিত হয়। এ সময় বনের জমিতে গড়ে তোলা কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। তবে জয় গুরু মনির শাহ এর মালিকানাধীন জমিতে কোনও অভিযান পরিচালিত হয়নি। পরে উদ্ধারকৃত স্থানে বনায়নের জন্য বৃক্ষ রোপণ করা হবে বলে জানান রেঞ্জ কর্মকর্তা।

আস্তানা গুঁড়িয়ে দেওয়ার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন জানান, প্রাকৃতিক বন ধ্বংস করে এমন আস্তানা গড়ে তোলা রহস্যজনক। এলাকার সাধারণ মানুষের আবেগ-অনুভুতিকে পুঁজি করে মনির শাহ আস্তানা গড়ে তোলেন।

হেরাবন আস্তানার প্রধান সাধক জয় গুরু মনির শাহ সাংবাদিকদের বলেন, বন বিভাগের জমিতে উচ্ছেদ অভিযান চালানোর সময় আমার জমির ভেতরে থাকা স্থাপনাও ভেঙে দেওয়া হয়েছে। এতে বাধা দিলে আমার ৬ ভক্তকে বন বিভাগে আটক করে নিয়ে গেছে। প্রথম থেকেই একটি মহল না জেনে শুনে মাদক ব্যবসা ও সেবনের অপ্রপচার চালিয়ে আসছিল। এই আস্তানায় কোনও মাদক সেবন হয় না। এলাকাটি মাদক মুক্ত রাখতে আস্তানা কর্তৃপক্ষ শুরু থেকেই সচেতন রয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: রাঙামাটিতে ৬ শিবির নেতাকর্মী গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও