Vision  ad on bangla Tribune

হবিগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি২২:১৮, মার্চ ২০, ২০১৭

হবিগঞ্জহবিগঞ্জের লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গিয়াস উদ্দিন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন সিংহ গ্রামের মারাজ মিয়ার ছেলে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মুসা এ হত্যাকাণ্ডের তথ্য জানান।

লাখাই থানার ওসি জানান, জেলার লাখাই উপজেলার সিংহ গ্রামের লকুজ মিয়ার ছেলে বুরহান মিয়ার সঙ্গে একই গ্রামের মারাজ মিয়ার ছেলে নিহত গিয়াস উদ্দিনের দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় গিয়াস উদ্দিনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বুরহান মিয়া ও শরীফ মিয়াসহ একদল লোকজন গিয়াস উদ্দিনকে পিটিয়ে আহত করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।

ওসি শামীম মুসা আরও জানান, আসামিদের ধরতে পুলিশের অভিযান চালাচ্ছে।

/এআর/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ