behind the news
Vision  ad on bangla Tribune

সিরাজগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি০৪:৩০, মার্চ ২১, ২০১৭

সিরাজগঞ্জসিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে এক বরফ বিক্রেতা নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় শাহাদপুর উপজেলার জামিরতা ইউনিয়নের ভুলবয়রা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম সরকার (৩৫) ভুলবয়রা গ্রামের মো. আনছার আলী ওরফে আনছু সরকারের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাজা মো. গোলাম কিবরিয়া জানান, ভুলবয়রা গ্রামের সরকার গোষ্ঠীর সঙ্গে চুকদার গোষ্ঠীর দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। পূর্বের জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় মাজেদ, কালাম ও জিন্নাহর নেতৃত্বে চুকদার গোষ্ঠীর লোকজন সরকার গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় সরকার গোষ্ঠীর আনছু সরকারের ছেলে জাহাঙ্গীর বরফ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। চুকদার গোষ্ঠীর লোকজন পথে তাকে একা পেয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় এলাকায় পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
/এমও/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ