X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

'বিতর্কিত' মন্তব্য করে তোপের মুখে ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান!

ফেনী প্রতিনিধি
২১ মার্চ ২০১৭, ১৩:৫৮আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৩:৫৮

ফেনী ‘বিতর্কিত মন্তেব্যের’ কারণে জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের তোপের মুখে পড়েছেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ চৌধুরী। তিনি ‘জঙ্গি তৎপরতায় উসকানি দিয়ে সংখ্যালঘুদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন’ বলে অভিযোগ তুলেছেন পরিষদের নেতারা। তবে এ অভিযোগ অস্বীকার করে জেলা পরিষদের চেয়ারম্যান বলেছেন, তার মন্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে শহরের জয়কালী মন্দির প্রাঙ্গণে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্তের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী গত ১৯ মার্চ জেলা জামায়েত ইসলামের তত্ত্বাবধানে পরিচালিত জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসায় জঙ্গিবাদবিরোধী সভায় সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেন। ওইদিন তিনি বলেন, ‘সারাদেশে জঙ্গি হামলায় কোনও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদের নেতাকে হত্যা করা হচ্ছে না। হত্যা করা হচ্ছে মুসলিমদের।’ তার এমন বক্তব্যে ফেনীসহ সারা দেশের সংখ্যালঘুদের বিপদের মুখে দেওয়া হয়েছে বলে দাবি করেন জেলা ঐক্য পরিষদের নেতারা।

বক্তারা জানান, আগামী সাতদিনের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান তার দেওয়া বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার না করলে জেলার সকল সংখ্যালঘু সম্প্রদায় চেয়ারম্যানের সব অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীর বিরুদ্ধে জেলা ও প্রতিটি উপলোর সব সংখ্যালঘু সম্প্রদায় মানববন্ধন, প্রতিবাদ সভাসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করবে।

তবে জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী এই ধরনের বক্তব্যের কথা অস্বীকার করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বক্তব্যকে কয়েকটি স্থানীয় পত্রিকায় খণ্ডিত সংবাদ হিসেবে পরিবেশন করায় এই নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে।’

তিনি আরও  বলেন, তিনি আজীবন অসাম্প্রদায়িক রাজনীতি করেছেন। সাম্প্রদায়িক-সম্প্রীতি নষ্ট হয় এমন কোনও বক্তব্য তিনি কখনও দেননি।

/বিএল/এফএস/

আরও পড়ুন- 


বেসরকারিভাবে ২ লাখ ইন্টারনেট কানেক্টিভিটি তৈরির উদ্যোগ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা