behind the news
 
Vision  ad on bangla Tribune

সেমিনারে যোগ দিতে বিজিবি’র প্রতিনিধি দল ভারতে

বেনাপোল প্রতিনিধি১৪:০৫, মার্চ ২১, ২০১৭

 বিজিবি’র ২৫-৩০ সদস্যের একটি প্রতিনিধি দল মানব পাচার রোধ শীর্ষক এক সেমিনারে যোগ দিতে ভারত গেছেন।

যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন।

এ সময় বিজিবি প্রতিনিধি দলের প্রধানকে বেনাপোল চেকপোস্টে-পেট্রাপোল নো-ম্যান্সল্যান্ডে ফুলেল শুভেচ্ছা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আইজি আরপিএস শ্রী অঞ্জনা অ্যালু। খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন, ২১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান ও ৪৯ বিজিবি’র অধিনায়ক (ভারপ্রাপ্ত) খবির উদ্দিনসহ ২৫-৩০ জন সেখানে উপস্থিত ছিলেন।

বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল ওয়াহাব জানান, দু-দেশের সীমান্ত দিয়ে মানব পাচার রোধ করার জন্য একটি সেমিনারে যোগ দিতে বিজিবি’র প্রতিনিধি দলটি সকালে ভারত গেছেন। সেখানে চোরাচালান ও অস্ত্রপাচারসহ ভারত-বাংলাদেশ সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। সেমিনার শেষে বিকালে প্রতিনিধি দলটি দেশে ফিরে আসবেন।

/জেবি/

আরও পড়তে পারেন: কুষ্টিয়ায় শিবিরের ৬৫ নেতাকর্মী আটক

 

 

  

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

IPDC  ad on bangla Tribune
টপ