behind the news
 
Vision  ad on bangla Tribune

‘সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, আইন আগামী সংসদেই’

নরসিংদী প্রতিনিধি১৪:২০, মার্চ ২১, ২০১৭

নরসিংদীতে সেতুমন্ত্রীসড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সড়ক দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং এ বিষয়ে সবাইকে সচেতন করার জন্য সড়ক পরিবহন আইন প্রনয়ণ করা হচ্ছে। আগামী অধিবেশনেই তা সংসদে উত্থাপন করা হবে।’

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ স্থান পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মন্ত্রী জানান, সংসদে উত্থাপনের প্রস্তুতি হিসেবে আইনটি আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদে উঠবে।

মন্ত্রী বলেন, ‘এই আইনটি ছিল জাতির প্রত্যাশা। ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশের ৩৪ বছর পর সড়ক পরিবহন আইনটি পাশ হতে যাচ্ছে।’

রাস্তার জন্য যাতে দুর্ঘটনা না ঘটে এ জন্য মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ ১৪৪টি স্থানে ডিভাইডার নির্মাণ ও মেরামত করা হচ্ছে বলেও জানান তিনি।

/এফএস/

আরও পড়ুন- 


বেসরকারিভাবে ২ লাখ ইন্টারনেট কানেক্টিভিটি তৈরির উদ্যোগ

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

IPDC  ad on bangla Tribune
টপ