X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জঙ্গিবাদ নির্মূলে এক শ্রেণির রাজনীতিক সমালোচনা করছেন: আইজিপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০১৭, ১৯:০৬আপডেট : ২১ মার্চ ২০১৭, ২০:১২

জঙ্গিবাদ নির্মূলে এক শ্রেণির রাজনীতিক সমালোচনা করছেন: আইজিপি জঙ্গিবাদ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের জীবন বাজি রেখে একের পর এক সফল অভিযান পরিচলানা করছে উল্লেখ করে পুলিশের মহা পরিদর্শক (আইজি) শহীদুল হক বলেন, ‘রাজনীতিকদের একটি দল ধন্যবাদ না জানিয়ে উল্টো আমাদের সমালোচনা করছে। এক শ্রেণির লোক আমাদের এ উদ্যোগ ও সফলতাকে ভিন্ন দিকে নিতে চাচ্ছে। ওই শ্রেণি এর আগেও  মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে দেশের ক্ষতি করেছে। এখনো তারা দেশের বিরুদ্ধে কাজ করছে। ধর্মকে ব্যবহার করছে।’  মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পুলিশ প্রধান আরও  বলেন, ‘যে যাই বলুক আমরা দেশবাসীকে শান্তিতে রাখতে চাই। দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে মাদক ও জঙিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে যুদ্ধ ঘোষণা করেছি।’
এ ব্যাপারে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়াসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের সহযোগীতা সবচেয়ে বেশি প্রয়োজন। আপনাদের কাছে মাদক ও জঙ্গিদের সম্পর্কে যেসব তথ্য আছে তা আমাদের জানান। আপনাদের এসপি, ওসিকে জানান। অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আমরা জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষার জন্য কমিউনিটি পুলিশিং করেছি। নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আছে ২ হাজার কিন্তু কমিউনিটি পুলিশিং সদস্য আছে ৫০ হাজার। আপনাদের সবাইকে নিয়েই কাজ করে দেশ থেকে অপরাধ নির্মূল করতে চাই।’
শহীদুল হক বলেন, ২০১৩ সালে আন্দোলনের নামে কত হত্যা হয়েছে। আমাদের ১৬ জন পুলিশকে টার্গেট করে হত্যা করা হয়েছে। পৃথিবীর কোথাও কোনও রাজনৈতিক দল  পুলিশকে টার্গেট করে হত্যা করেনি। তখন আমরা দ্বিগুণ মনোবল নিয়ে তাদের প্রতিহত করেছি এবং আগামীতেও করবো।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত নারী আসনের সাংসদ হোসনেনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মঈনুল হক, এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

/জেবি/

আরও পড়তে পারেন: কুমিল্লায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের ফাঁসি

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা