X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে তদন্তে গিয়ে হামলার শিকার ৪ র‌্যাব সদস্য

রাজশাহী প্রতিনিধি
২১ মার্চ ২০১৭, ২৩:২৪আপডেট : ২১ মার্চ ২০১৭, ২৩:২৮

রাজশাহী রাজশাহীর দুর্গাপুর উপজেলায় প্রতারক আদম ব্যবসায়ীর বিষয়ে তদন্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চার র‌্যাব সদস্য। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে উপজেলার কিশোরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর দুর্গাপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত র‌্যাব সদস্যদের উদ্ধার করেন। এ সময় চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ওয়ালিউর রহমান, শফিকুল ইসলাম, উজ্বল হোসেন ও মসলেম আলী।

র‌্যাব -৫ এর অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম পিএসসি বাংলা ট্রিবিউনকে বলেন, কিশোরপুর এলাকার আহম্মেদ কবীর জোহা নামে এক ব্যক্তি আদম ব্যবসার সুবাদে ওই এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে আত্মসাৎ করে। এ নিয়ে প্রতারিতদের মধ্যে একজন র‌্যাব -৫ এ অভিযোগ দেন। এ অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে র‌্যাব -৫ এর একটি দল সাদা পোশাকে জোহার এলাকায় তদন্ত করতে যান। এ সময় স্থানীয়রা র‌্যাবের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে তাদের আটকে রেখে তাদের ওপর হামলা চালায়। র‌্যাব সদস্যরা নিজেদের পরিচয়পত্র, অস্ত্র ও জ্যাকেট বের করে দেখালেও তাদের ছাড়া হয়নি।

পরে র‌্যাবের চার সদস্যদের মধ্যে থেকে একজন আমাকে ফোন করে জানালে আমি দুর্গাপুর থানায় ফোন করে ওসিকে তাদের উদ্ধারের জন্য বলি।
দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই র‌্যাব সদস্যদের উদ্ধার করেন। পরে তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আটককৃতদের বর্তমানে র‌্যাবের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ওয়ালিউর রহমানের পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করে মুঠোফোনে জানান, আহম্মেদ কবীর জোহা ভাই বিদেশে বিভিন্ন ব্যক্তিকে পাঠায়। এতে করে এলাকার কিছু ব্যক্তি শুত্রুতা করে র‌্যাবকে অভিযোগ দেয়। এতে করে আজকে মঙ্গলবার (২১ মার্চ) সাদা পোষাকে র‌্যাব পরিচয়ে তার ভাইদের সঙ্গে কথাকাটি করে। পরে ভুল বোঝাবুঝিতে তার ভাইসহ চারজনকে আটক করা হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা