X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কমলগঞ্জ উপজেলায় ৪৪ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকট

মৌলভীবাজার প্রতিনিধি
২২ মার্চ ২০১৭, ১১:৫৩আপডেট : ২২ মার্চ ২০১৭, ১১:৫৪

মৌলভীবাজার মৌলভীবাজারের কমলগঞ্জে ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংকট দেখা দিয়েছে। প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোতে কয়েক বছর ধরে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া সহকারী শিক্ষকের ৫০টি পদও শূন্য রয়েছে।
জানা গেছে, কমলগঞ্জ উপজেলায় নতুন জাতীয়করণ করা ৬১টি বিদ্যালয়সহ মোট ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
আর এসব বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক পদে ৪৪টি, সহকারী শিক্ষক (রাজস্ব খাতের) পদে ৩৩টি ও প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষকের ১৭টি পদ শূন্য আছে।
এর মধ্যে পুরোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চাকরির মেয়াদ শেষে অনেকে অবসরে গেছেন। ওই সব বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদায়ন করা হয়নি।
প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা এসব বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে কাজ চালানো হচ্ছে।
একাধিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রায়ই দাফতরিক কাজের জন্য উপজেলায় যেতে হয়। দুজন শিক্ষকের ঘাটতি পুষিয়ে নেওয়া কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। ফলে শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে নিজের পাঠদান বন্ধ রেখে স্কুলের কাজের জন্য ছোটাছুটি করতে হয়। এর প্রভাব পড়ে সামগ্রিক শিক্ষার মানের ওপর।
শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্কুলগুলোতে প্রধান শিক্ষক না থাকলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় প্রশাসনিক কাজে। সাধারণত জানুযারি থেকে মার্চ মাস পর্যন্ত প্রাথমিক শিক্ষক বদলি কার্যক্রম চলে। তবে পুল শিক্ষক নিয়োগের কারণে এ বদলি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ কার্যক্রম জুন পর্যন্ত বর্ধিত করলে বিভিন্ন বিদ্যালয়ের পাঠদানের সমস্যা কাটানো যায়।’
কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ বলেন, ‘উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের শূন্যপদের তালিকা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ পরিপ্রেক্ষিতে রাজস্ব খাতে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রধান শিক্ষকের শূন্যপদে এখন সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ দেওয়া হয় বলে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে শিগগিরই প্রধান শিক্ষকের শূন্যপদে নিয়োগ কার্যক্রম শুরু হবে।’

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়