X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভোট গণনা চলছে সুন্দরগঞ্জে

গাইবান্ধা প্রতিনিধি
২২ মার্চ ২০১৭, ১৭:০৪আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৭:৪৪

গাইবান্ধা ১ আসনের উপনির্বাচন বড় ধরনের কোনও অনিয়মের অভিযোগ ছাড়াই এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার (২২ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলে। তবে ভোটার উপস্থিতি অত্যন্ত কম দেখা গেছে।

এই উপনির্বাচন নিয়ে স্থানীয় ভোটার এবং প্রার্থীর কর্মীসমর্থকদের মধ্যেও উৎসাহ কম দেখা গেছে। তবে নির্বাচন সুষ্ঠু রাখতে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি ভোট কেন্দ্রেই পুলিশ, আনসার ও বিজিবির উপস্থিতি ছিল উল্লেখযোগ্যহারে। এছাড়াও র‌্যাব, বিজিবি, পুলিশের স্ট্রাইকিং ফোর্স এবং ম্যাজিস্ট্রেটদের টহল অব্যাহত ছিল।  

সরেজমিনে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করে জানা গেছে, ১০৯ কেন্দ্রের প্রায় সবগুলোতেই ভোটার উপস্থিতি কম ছিল। ভোটগ্রহণ শেষে ৩০ থেকে ৩৫ ভাগ ভোট পড়েছে বলে অনুমান করা হচ্ছে।

এদিকে, এই আসনের নিহত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি নিজ গ্রামের উত্তর শাহবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।  এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এমপি লিটনের খুনিরা গ্রেফতার হওয়ায় তাদের পরিবার সন্তুষ্ট। তিনি এই খুনের সঙ্গে জড়িত সব খুনি এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

তবে ভোট চলার সময়ে বিছিন্ন ভাবে কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। এর মধ্যে কাপাসিয়া ইউনিয়নের একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় দুই ব্যক্তিকে ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অন্য কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্ট্রার শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মীরা তিনটি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দিয়েছে।

উল্লেখ্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগ দলীয় প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার (লাঙ্গল), জাসদের মোহাম্মদ আলী প্রামানিক (মশাল), জেপির ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (সাইকেল), গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ), এনপিপির জিয়া জামান খান (আম) ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মোহসিন (আপেল)।
এ উপজেলায় একটি পৌরসভাসহ ১৫ ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৮০৭ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৮৪১ ও পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৬৬।

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হলে এ আসনটি শূন্য হয়।

/এফএস/ 

আরও পড়ুন- 


মোবাইল ফোনের টাওয়ারের রেডিয়েশন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা