X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

তদন্তে গিয়ে হামলার শিকার র‌্যাব: ৫৫ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী প্রতিনিধি
২২ মার্চ ২০১৭, ১৯:৪৩আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৯:৪৩

রাজশাহী রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তদন্ত করতে গিয়ে র‌্যাব সদস্যরা হামলার শিকার হওয়ার ঘটনায় মামলা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে হওয়া ওই মামলায় নাম উল্লেখসহ ১৫ জনকে এবং অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করা হয়েছে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি রুহুল আলম বলেন, ‘সকালে চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।  এরপর র‌্যাব-৫ এর এএসআই  জহুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। আটক আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আটককৃতরা হলেন- মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ওয়ালিউর রহমান, শফিকুল ইসলাম, উজ্জ্বল হোসেন ও মসলেম আলী।

পুলিশ জানায়, বিকাল পর্যন্ত অন্য কোনও আসামিকে গ্রেফতার করা হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে, এ ঘটনায় বিকালে র‌্যাব-৫ এর সদর দফতরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম। সেখানে তিনি বলেন, ‘কিশোরপুরের আদম ব্যবসায়ী আহম্মেদ কবীর জোহার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ পেয়ে মঙ্গলবার সাদা পোশাকে তদন্তে যায় র‌্যাবের একটি দল। ওই সময় পরিচয় নিয়ে অযথা সন্দেহ প্রকাশ করে র‌্যাব সদস্যদের ওপর হামলা করে স্থানীয়রা। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে ওয়ালিউর রহমানের পরিবারের এক সদস্য বলেন, ‘আহম্মেদ কবীর জোহা বিভিন্ন ব্যক্তিকে বিদেশে পাঠান। এ নিয়ে পূর্ব শক্রতা থেকে র‌্যাবের কাছে অভিযোগ দেন এলাকার কিছু লোক। এতে সাদা পোশাকে র‌্যাব সদস্যরা তদন্তে আসলে তাদের সঙ্গে জোহাদের কথা কাটাকাটি হয়।’

/এমএ/এফএস/

আরও পড়ুন- 


মোবাইল ফোনের টাওয়ারের রেডিয়েশন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে ভোট দিলেন সাকিব
উপজেলা নির্বাচনে ভোট দিলেন সাকিব
কুড়িগ্রামের তিন উপজেলায় ৪৫ শতাংশ ভোট পড়েছে
কুড়িগ্রামের তিন উপজেলায় ৪৫ শতাংশ ভোট পড়েছে
নতুন কোয়ালিটি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি৬৫, বুকিংয়েই নানা অফার
নতুন কোয়ালিটি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি৬৫, বুকিংয়েই নানা অফার
আসাদের নেতৃত্বে নিউগিনির টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
আসাদের নেতৃত্বে নিউগিনির টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ