X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কুসিক নির্বাচন: প্রচারণায় উৎসবের আমেজ

কুমিল্লা প্রতিনিধি
২২ মার্চ ২০১৭, ২৩:৩৩আপডেট : ২২ মার্চ ২০১৭, ২৩:৪৩

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণার বাকি আছে আর ছয় দিন। আর সে কারণেই নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্বাচনে দুই মেয়র ও ১৫৪ জন কাউন্সিলর প্রার্থী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ছুটে বেড়াচ্ছেন নগরীর ২৭টি ওয়ার্ডে। এদের মধ্যে মেয়র পদের দুই প্রার্থীর পক্ষে প্রচারণাকে জমজমাট করে তুলেছেন দুই দলের শীর্ষ কেন্দ্রীয় নেতারা।
কুসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সীমার প্রচারণা গত কয়েকদিনের মতো বুধবারেও (২২ মার্চ) প্রচারণা অব্যাহত রেখেছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। সকাল ৯টায় নগরীর ২২ নং ওয়ার্ডে গণসংযোগের মাধ্যমে তিনি শুরু করেন বুধবারের প্রচারণা। এসময় তিনি স্থানীয় নেতাদের সঙ্গে সভা করেন। পরে দুপুরে প্রচারণা চালান ২৩নং ওয়ার্ডে। এর আগে কুমিল্লা মেডিক্যাল কলেজে স্বাচিপের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে বিকালে গণসংযোগ করেন ২৪নং ওয়ার্ডে।
সীমার সঙ্গে সারাদিনের প্রচারণায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলাদা আলাদাভাবেও গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন সীমার পক্ষে।
কুসিক নির্বাচনের প্রচারণায় বিএনপি প্রার্থী সাক্কু এদিকে, সীমার মতোই বুধবার সারাদিন প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত সময় কাটিয়েছেন ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু। নগরীর সদর দক্ষিণ উপজেলার ২৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগের মাধ্যমে তিনি শুরু করেন এদিনের প্রচারণা। এরপর তিনি যান ১৫ নং ওয়ার্ডে। এই ওয়ার্ডের কাটাবিল, বালুধুম, প্রফেসর পাড়া, গদারমার কলোনিসহ বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করেন। পরে বিকালে গণসংযোগ চালান নগরীর সদর দক্ষিণ উপজেলার ১৯ নং ওয়ার্ডে। এসময় স্থানীয়দের সঙ্গে উঠান বৈঠক করেন সাক্কু।
কুসিক নির্বাচনে বিএনপির এই প্রার্থীর সঙ্গেও প্রচারণা ও গণসংযোগে দলের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারাও পৃথক পৃথকভাবে প্রচারণা চালিয়েছেন সাক্কুর পক্ষে।
/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী