X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘বন্দিশালা না ভেবে কারাগারকে সংশোধনাগার ভাবতে হবে’

গাজীপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০১৭, ১৪:০৯আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৪:০৯

কাশিমপুর কারাগারে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান ‘কেউ অপরাধী হয়ে জন্মায় না। কারাগারের সব বন্দিই অপরাধী নয়। এই চিন্তা ধারণ করতে হবে, আচরণে তার প্রকাশ থাকতে হবে। কারাগারকে বন্দিশালা না ভেবে সংশোধনাগার হিসেবে গণ্য করতে হবে।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা ও সুরক্ষা বিভাগের সচিব মো. ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের এসব কথা বলেন।

বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৪৯তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের নিয়োগপ্রাপ্তদের শপথগ্রহণ, সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আহমেদ চৌধুরীও উপস্থিত ছিলেন সেখানে। কাশিমপুর কারাগারে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান

সচিব বলেন, ‘কারারক্ষীদের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়ার পাশাপাশি আধুনিক অস্ত্র ও নিরাপত্তা, যন্ত্র পরিচালনা, অপরাধ তত্ত্ব, এন্টিটেরোরিজমসহ আধুনিক প্রয়োজনীয় বিষয় সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়েছে।’

এসময় সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির সাজা কার্যকর বিষয়ে কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ‘বুধবার রাতে মুফতি আব্দুল হান্নানের মৃত্যু পরোয়ানা পেয়েছি। তিনি মার্সি পিটিশন করবেন বলে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। বুধবার আমরা তাকে মৃত্যু পরোয়ানা পড়ে শুনিয়েছি এবং সে সময় থেকেই তারিখ গণনা শুরু হয়েছে। এখন তিনি সাতদিনের মধ্যে সে আবেদন করবেন কিনা এ ব্যাপারে তিনি কিছু জানাননি।’ কাশিমপুরে স্বরাষ্ট্র সচিব ও কারা মহাপরিদর্শক

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান, তার সহযোগী শরীফ শাহেদুল বিপুল ও দেলোয়ার হোসেন রিপনের মৃত্যু পরোয়ানা বুধবার প্রথমে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পৌঁছানো হয়। সেখান থেকে সিলেট কারাগারে রিপনের মৃত্যু পরোয়ানা সিলেট কারাগারে এবং মুফতি হান্নান ও বিপুলের মৃত্যু পরোয়ানা কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রা.) এর মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালালে  তিন জন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং জঙ্গি মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর তারা উচ্চ আদালতে আপিল করেন। শুনানি শেষে গত বছরের ৭ ডিসেম্বর তাদের আপিল খারিজ হয়ে যায়। গত ১৭ জানুয়ারি রায় প্রকাশের পর আসামিরা ওই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। গত রবিবার (১৯ মার্চ) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ মুফতি হান্নানসহ তিন জঙ্গির মৃত্যুদণ্ডদেশ বহাল রেখে রিভিউ খারিজ করে দেন।

/এফএস/ 

আরও পড়ুন- 


বাংলাদেশের রিজার্ভ চুরিতে উ. কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলার প্রস্তুতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুগদায় উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
মুগদায় উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা
তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা
কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করবেন যেভাবে
কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করবেন যেভাবে
সিলেটে পৌঁছেছে ভারতীয় দল
সিলেটে পৌঁছেছে ভারতীয় দল
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা