X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় নৈশ প্রহরীকে পুড়িয়ে হত্যা: আসামির স্বীকারোক্তি

কুমিল্লা প্রতিনিধি
২৩ মার্চ ২০১৭, ২১:০০আপডেট : ২৩ মার্চ ২০১৭, ২১:০০

কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর নিউ মার্কেটে শফিকুল ইসলাম নামে এক নৈশ প্রহরীকে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃত আসামি জাহিদ। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল আফছার ওই ঘাতকের জবানবন্দি রেকর্ড করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই  শাহ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এ হত্যার রহস্য উদঘাটন করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ঘাতক জাহিদ হাসান বাবু জেলার দাউদকান্দি উপজেলার দইয়াপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। নিহত শফিকুল ইসলাম দাউদকান্দি উপজেলার পশ্চিম হুগুলিয়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই শাহ কামাল আকন্দ জানান, দোকান থেকে লুট করে নেওয়া মোবাইল সেট থেকে ঘাতক জাহিদকে ২টি সেট দেওয়া হয়, ওই মোবাইল ফোনের সূত্র ধরেই গত বুধবার বিকালে দাউদকান্দির গৌরিপুর সিএনজি স্ট্যান্ড থেকে বাবুকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল সেট ২টি জব্দ করা হয়। এদিকে আদালতের দেওয়া স্বীকারোক্তিতে ঘাতক জাহিদ বাবু ঘটনার সঙ্গে জড়িত অপর ২ সহযোগীর নাম প্রকাশ করেছে, তাদের গ্রেফতারেও ডিবি অভিযান চালাচ্ছে।

আদালত সূত্রে জানা যায়, গত ১১ মার্চ গভীর রাতে জাহিদ হাসান বাবু তার দুই সহযোগীকে নিয়ে গৌরীপুর নিউ মার্কেটের নৈশ প্রহরী শফিকুল ইসলামের নাকে-মুখে স্কসটেপ পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা হাতুড়ি ও বাটাল দিয়ে মার্কেটের রিফা টেলিকম নামে একটি মোবাইল দোকানের সার্টার কেটে দোকান থেকে ৩৫টি মোবাইল সেট এবং দোকানের ক্যাশ বাক্স থেকে ৬০ হাজার লুটে করে নেয়। ঘটনাস্থল ত্যাগ করার সময় ঘাতক বাবু ও তার সহযোগীরা নিহতের ২ হাত শরীরের সঙ্গে বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পর দিন নিহতের স্ত্রী জোসনা বেগম দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। গত ১৬ মার্চ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে।

/জেবি/

আরও পড়তে পারেন: নির্বাচনের ১৫ মাস পর দায়িত্ব পেলেন পুঠিয়া পৌরসভা মেয়র

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি