X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বুকে আঘাতের কারণেই মুক্তিযোদ্ধা আবুল কালামের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ মার্চ ২০১৭, ১১:২৬আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১১:২৬

মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সাতক্ষীরার ঘোনা গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বুকে আঘাত লাগার কারণেই মারা গেছেন। তার ময়না তদন্তের প্রতিবেদনে এই তথ্যই জানানো হয়েছে। সাতক্ষীরার তিন  চিকিৎসক ডা. ফরহাদ জামিল, ডা. কামরুল ইসলাম ও ডা. নাসির উদ্দীন গাজী এই প্রতিবেদন তৈরি করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ মার্চ ময়না তদন্ত বোর্ডের সদস্যরা এই প্রতিবেদন তৈরি করেছেন। সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন গত ১২ মার্চ এই প্রতিবেদনে স্বাক্ষরও করেছেন। তবে এখন পর্যন্ত (২৪ মার্চ) ওই প্রতিবেদন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেনের নিকট আসেনি। কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়ার জন্য নিশ্চিত করেছেন। চাঞ্চল্যকর এই মামলার ময়না তদন্তের প্রতিবেদন কেন তদন্তকারী কর্মকর্তার কাছে আসেনি সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের ছেলে ও মামলার বাদী আক্তারুল ইসলাম শিমুল।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে পাওনা টাকা চাওয়ায় ঘোনা বাজারে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদকে পিটিয়ে আহত করে দেনাদাররা। ওই রাতে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে সোমবার দিনগত রাত আড়াইটার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে ঘোনা গ্রামের মোমিনুল ইসলাম, ওয়াদুদ, মুন্না হোসেন ও মো. রনিকে গ্রেফতার করে।

এরপর নিহতের ছেলে আক্তারুল ইসলাম শিমুল বাদী হয়ে সাত জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় এজাহার দাখিল করেন। এ মামলার তিন আসামিকে এখনও খুঁজে পায়নি পুলিশ।

/এফএস/

আরও পড়ুন- পাওনা টাকা চাওয়াই কাল হলো মুক্তিযোদ্ধা আজাদের!

সম্পর্কিত
সর্বশেষ খবর
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া