X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘উন্নয়নের জন্যই শেখ হাসিনার সরকার ফের নির্বাচিত হবে’

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০১৭, ১৯:০৬আপডেট : ২৪ মার্চ ২০১৭, ২১:০৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম (ফাইল ছবি) স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলেই এ দেশে উন্নয়ন হয়। দেশব্যাপী চলমান উন্নয়নের কারণেই শেখ হাসিনার সরকার আবারও নির্বাচিত হবে।’
শুক্রবার সিরাজগঞ্জের কাজিপুরে সরকারি বিভিন্ন দফতরের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন এবং গণসংযোগের সময় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, ‘উন্নয়নের জন্যই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করছেন। সরকারের এ উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূলের মানুষের কাছে তুলে ধরতে হবে। এখন আর ঘরে বসে থাকলে চলবে না। জনগণের সামনে এসব উন্নয়ন যথাযথভাবে তুলে ধরতে পারলেই শেখ হাসিনার সরকার আবারও নির্বাচিত হবে।’
যমুনার পশ্চিম তীরে পাউবোর কাজ পরিদর্শন করতে গিয়ে মন্ত্রী আরও বলেন, ‘১৯৯৬ সালে আমরা যমুনায় স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে শহর রক্ষা বাঁধ তৈরি করেছিলাম। এবারও যমুনা নদী ড্রেজিং করে নদীতে বিলীন হওয়া প্রায় ৫০ বছরের জায়গা উদ্ধার করা হয়েছে। কাজিপুরের মেঘাই থেকে ও সদর উপজেলার বাহুকা পর্যন্ত ভাঙন ঠেকাতে পাউবোর মাধ্যমে এ অঞ্চলে ৬৩৮ কোটি টাকার আরও একটি রক্ষা প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলছে।’

মন্ত্রী জানান, অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ ছাড় ও পরবর্তীতে তা বাস্তবায়িত হলে সদর-কাজিপুরে ভাঙন রক্ষা করা সম্ভব হবে। এছাড়াও প্রায় ২৫ কি.মি. খনন কাজের বালি দিয়ে পশ্চিম পাড়ে বিশাল জায়গা ও কৃষিজমি পুনরুদ্ধার হবে। 

স্বাস্থ্যমন্ত্রী ‘আলমপুর-হাটশিরা’ এলজিইডি সড়ক ও পাঁচশ’ আসন বিশিষ্ট গণপূর্ত বিভাগের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এর আগে কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন মন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও পৌর মেয়র নিজাম উদ্দিন প্রমুখ।

/বিএল/

আরও পড়ুন:
‘তোমরা শয়তানের রাস্তায় আছো, আমরা আল্লাহর...'

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ