X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১
ভালুকায় নিহত ১০

অল্প খরচে বাড়ি ফিরতে বড় ঝুঁকি নেন নিম্ন আয়ের লোকজন

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২৪ মার্চ ২০১৭, ২০:২৭আপডেট : ২৪ মার্চ ২০১৭, ২০:৪০

দুর্ঘটনা কবলিত ট্রাক

নামমাত্র ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে বাস-ট্রাকের ছাদ বেছে নেন নিম্ন আয়ের মানুষরা। এতে নানান সময় দুর্ঘটনায় প্রাণ যায় অনেকের; তবু বাকিদের স্বভাব বদলায় না। অথচ একটু সচেতন হলেই এমন প্রাণহানি রোধ করা যেত। এক্ষেত্রে হাইওয়ে ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেরও কঠোর হওয়া জরুরি।

শুক্রবার (২৪ মার্চ) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মেহেরাবাড়িতে সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে শিশু ও নারীসহ ১০ জন নিহত হন। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গেলে স্থানীয়রা এসব কথা জানান।

শুক্রবারের দুর্ঘটনায় নিহত ১০ জনের মধ্যে একজনের নাম আজিজুল হক। তার ছোটভাই শামসুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন,‘আজিজুল ঢাকায় গিয়ে ভ্যান চালাতো। অল্প খরচে বাড়ি ফিরতে গিয়ে পরিবারের আরও চার সদস্যদের সঙ্গে প্রাণ গেল তার। আজিজুলের মতো আর কেউ যেন একই ভুল না করে।’

ত্রিশাল বাস মালিক সমিতির নেতা আনম ফারুক বলেন, ‘ঢাকায় কাজ শেষে বাড়ি ফেরার সময় যাত্রীবাহী বাসে না উঠে মালবোঝাই ট্রাক বেছে নেন নিম্ন আয়ের মানুষরা। এতে কিছু টাকা সাশ্রয় হয় তাদের। কিন্তু প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ দিতে হয়।’

তিনি আরও বলেন, ‘২০১১ সালে ত্রিশালের চেলেরঘাট এলাকায় সিমেন্টবোঝাই ট্রাক খাদে পড়ে ১২ জন নিহত হন। এদের বেশিরভাগই হতদরিদ্র। এদের একটু সচেতন করা গেলেই এসব দুর্ঘটনা রোধ করা যেত।’ মহাসড়কে ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের এ বিষয়ে কঠোরভাবে আইন প্রয়োগের পরামর্শ দিয়েছেন তিনি।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মাস্টার বাড়ি এলাকার মুদি দোকানদার শামসুদ্দিন বলেন, ‘ঈদ আসলেই দেখা যায়, পোশাক শ্রমিকরা বাস-ট্রাকের ছাদে চড়ে বাড়িতে আসে। অল্প খরচে যাওয়ার জন্য যানবাহনের ছাদ বেছে নেয় তারা। এক্ষেত্রে পুলিশ বাধা দিলে ঝুঁকি নিয়ে এভাবে যাতায়াত বন্ধ হয়ে যেত।

যানবাহনের ছাদে চড়ে চলাচলের সময় এ পর্যন্ত কী পরিমাণ মানুষ প্রাণ হারিয়েছেন, এ নিয়ে কোনও পরিসংখ্যান নেই হাইওয়ে ও ভালুকা থানা পুলিশের কাছে।

ভালুকার ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক বলেন, ‘২৬ মার্চ উপলক্ষে ৩ দিনের ছুটি পেয়েছেন পোশাক শ্রমিকরা। এতে বাসে চাপ বাড়ায় যাত্রীদের অনেকেই ট্রাকের ছাদে করে গন্তব্যে যাচ্ছে। শুধু ২৬ মার্চ নয়, যে কোনও বড় ছুটিতে এভাবে যাতায়াত বেড়ে যায়, দুর্ঘটনাও ঘটে।’

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘ছাদে যাত্রী ওঠানোর ব্যাপারে চালকদের নিষেধ করা হয়। মামলাও করা হয়। কিন্তু চালকরা এসবে গ্রাহ্যই করে না।’

জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘বাস বা ট্রাকের ছাদে করে যাত্রীরা যাতে চলাচল না করে এ ব্যাপারে কঠোর হতে পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে সাধারণ মানুষের সচেতন হওয়া বেশি জরুরি।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন