X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খুলনা পিটিআই প্রশিক্ষক গুলিবিদ্ধ, আটক ১

খুলনা প্রতিনিধি
২৫ মার্চ ২০১৭, ০০:৪০আপডেট : ২৫ মার্চ ২০১৭, ০০:৪৭

খুলনা পিটিআই প্রশিক্ষক গুলিবিদ্ধ, আটক ১ খুলনা মহানগরীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এর প্রশিক্ষক (ইন্সট্রাক্টর-শারীরিক শিক্ষা) মাহবুব মোস্তফা (৩৬) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে জুম্মা নামাজ শেষে বাড়ি ফেরার পথে পিটিআই মোড়ের কাছে এ ঘটনা ঘটে।

আহত ইন্সট্রাক্টর মাহবুব মোস্তফা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি প্রায় চার বছর ধরে খুলনা পিটিআইতে কর্মরত রয়েছেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাহবুব মোস্তফাকে পেছন দিক থেকে গুলি করা হয়েছে। গুলিটি তার শরীরের পেছনে কোমরের নিচে বিদ্ধ হয়েছে।’

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় সন্দেহভাজন হিসেবে চারজনের নাম দেওয়া হয়েছে। রাতেই অভিযান চালিয়ে পিটিআই থেকে সুপারিনটেন্ড আব্দুস সালাম শিকদারকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, দুপুরে ইন্সট্রাক্টর মাহবুব মোস্তফা পিটিআই মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে সেন্ট মার্টিনস প্যাথলজিক্যাল ল্যাবরেটরি চত্বরের বাসায় ফিরছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে দু’জন পেছন থেকে তাকে গুলি করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ ইন্সট্রাক্টর মাহবুব মোস্তফার স্ত্রী আসমা আক্তার ইতি জানান, এজাহারে দেওয়া আসামিরা দুইবার তাকে হত্যার হুমকিও দিয়েছে। তিনি অবিলম্বে আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। 

গুলিবিদ্ধ ইন্সট্রাক্টর মাহবুব মোস্তফা জানান, পিটিআইয়ের সুপারিনটেন্ড আব্দুস সালাম শিকদার, প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপ-পরিচালক এ কে এম গোলাম মোস্তফা ও ইন্সট্রাক্টর প্রভাষ কুমার দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ ২০ দিন আগে তাকে অন্যায়ভাবে জয়পুরহাটে বদলি করা হয়েছে।

তিনি আরও জানান, সুপারিনটেন্ড আব্দুস সালাম শিকদারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ভাড়া করা লোক দিয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে।

পিটিআই’র অপর ইন্সট্রাকটর বিমল কৃষ্ণ সরকার জানান, ইন্সট্রাক্টর প্রভাষ কুমার ও সুপারিনটেন্ড আব্দুস সালাম শিকদারের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এ সব ব্যাপারে প্রতিবাদ করলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া