X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আতিয়া মহলের বাসিন্দাদের বের করা হচ্ছে

তুহিনুল হক তুহিন, সিলেট
২৫ মার্চ ২০১৭, ১০:৪০আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১১:৩১

সিলেটে জঙ্গি আস্তানায় অভিযান (ছবি: ফোকাস বাংলা) সিলেট মহানগরের শিববাড়িতে যে বাড়িতে জঙ্গি আস্তানায় সেনা কমান্ডোদের নেতৃত্বে অভিযান চলছে সেই ‘আতিয়া মহলের’ বাসিন্দাদের বের করে আনা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। সকাল ১০টার দিকে ওই বাড়িতে প্রায় একদিন অবরুদ্ধ থাকা মানুষগুলোকে বের করে আনা শুরু হয়। নারী, শিশু ও বৃদ্ধদের আগে বের করা হয়। তাদের মেইন রোডে নিয়ে গাড়িতে করে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে।

আইএসপিআর এর পরিচালক লে. কর্ণেল রাশিদুল হাসান জানিয়েছেন, সিলেটের জঙ্গি আস্তানায় অভিযানে নারী ও শিশুসহ ১৫ জন বেসামরিক লোককে উদ্ধার করেছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা। অভিযান খুবই সতর্কতার সঙ্গে ধীরগতিতে চালানো হচ্ছে। যাতে বেসামরিক লোকজনের কোনও সমস্যা না হয়।

এদিকে সাধারণ লোকজনকে জঙ্গি আস্তানা থেকে নিরাপদ দূরত্বে আটকে রাখা হয়েছে। আতিয়া মহলের আশপাশের লোকদের এর আগেই শুক্রবারই সরিয়ে নেওয়া হয়েছিল।

সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান

শনিবার সকাল ৮টার দিকে শিববাড়ির এই জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেন সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা। ৫০ জনের মতো প্যারা কমান্ডো ‘আতিয়া মহলের’ ভেতর প্রবেশ করেন বলে জানিয়েছেন অভিযান সংশ্লিষ্টরা। কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াত টিমের সদস্যরা বাড়ির বাইরে অপেক্ষা করছেন।  ‘অপারেশন টোয়াইলাইট’ নামে এই অভিযান শুরু হয়েছে। মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের নেতৃত্বে এই অভিযান চলছে।

সিলেট মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার জেদান আল মুসা বলেন, ‘অভিযান শুরু হয়েছে। প্যারা-কমান্ডো অভিযান চালাচ্ছে। পুলিশ, সোয়াত ও প্যারা-কমান্ডোর সদস্যরা বাইরে থেকে বাড়িটিকে ঘিরে রেখেছে।’ সিলেটে জঙ্গি আস্তানায় অভিযান (ছবি: ফোকাস বাংলা)

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আতিয়া মহলের বাইরে অবস্থান নিয়েছেন প্যারা-কমান্ডো ও সোয়াত টিমের সদস্য আরও প্রায় এক থেকে দেড়শ সদস্য।

শুক্রবার (২৪ মার্চ) ভোর থেকে সিলেটের ওই বাড়িটি ঘিরে রাখে পুলিশ। পাঁচতলা একটি বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে। আশপাশের সব বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। শুক্রবার সকালে আতিয়া মহল থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানান। সিলেটে জঙ্গি আস্তানায় অভিযান

এর আগে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা সিলেটে ওই জঙ্গি আস্তানার কাছে পৌঁছান। শুক্রবার বিকাল ৩টা ৫০ মিনিট থেকে ঢাকা থেকে গিয়ে আতিয়া মহলকে ঘিরে রাখে সোয়াত টিমের সদস্যরা।

/এফএস/

আরও পড়ুন:  

অপারেশন টোয়াইলাইট


সিলেটে জঙ্গি আস্তানায় অভিযানে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো

আতিয়া মহল ঘিরে রেখেছে সোয়াত, রাতেই অভিযান


সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও
 

‘আল্লাহু আকবর’ ধ্বনি দেয় জঙ্গিরা

'আতিয়া মহল’ থেকে গ্রেনেড ছোড়া হয়েছে

ঢাকা থেকে সিলেট যাচ্ছে সোয়াত

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন