X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বিস্ফোরণের শব্দে কাঁপছে ‘আতিয়া মহল’

সিলেট প্রতিনিধি
২৫ মার্চ ২০১৭, ১৭:৪৬আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৮:৩৩

সিলেটে জঙ্গি আস্তানায় অভিযান

সিলেট মহানগরের শিববাড়ির জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ যৌথ অভিযান চালাচ্ছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ও সোয়াত টিম। শনিবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে জঙ্গিদের ফ্ল্যাট লক্ষ্য করে এই অভিযান শুরু হয়। দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছে। সর্বশেষ বিকাল প্রায় ৫টার দিকে বিস্ফোরণের শব্দে ওই জঙ্গি আস্তানা কেঁপে ওঠার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিকাল ৪টা ৫৫ মিনিট, ৪টা ৫৬ মিনিট ও ৪টা ৫৭ মিনিটে পর পর তিনটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ঘটনাস্থলে জড়ো হওয়া স্থানীয়রা আরও জানান, এর আগে বেলা সোয়া ২টার দিকে বিকট বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। পৌনে ৩ টার দিকেও আরেকবার বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ভবনটির পঞ্চম তলায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোলাগুলির ঘটনা উঁকি দিয়ে দেখতে গিয়ে আতিয়া মহলের পাশের এক মন্দিরে থাকা শিবুল মালাকার নামে এক ব্যক্তি আহত হয়েছেন। গোলাগুলিতে সেনা সদস্যও আহত হয়েছেন। আহতদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে দেখা গেছে। তবে কয়জন আহত হয়েছেন তা জানা যায়নি।

শনিবার সকাল ৮টা থেকে ১৭ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের নেতৃত্বে অভিযান শুরু করে প্যারা কমান্ডো টিম। এখনও সেই অভিযান চলছে। সকাল ১০টার দিকে ওই বাড়িতে একদিন অবরুদ্ধ থাকা মানুষগুলোকে বের করে আনা শুরু হয়। নারী, শিশু ও বৃদ্ধদের আগে বের করা হয়। তাদের মেইন রোডে নিয়ে গাড়িতে করে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা বাংলা ট্রিবিউনকে জানান,সেনাবাহিনী ও সোয়াত টিমের সদস্যরা যৌথভাবে অভিযান চালাচ্ছেন। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

গুলি ও বিস্ফোরণের শব্দের ব্যাপারে তিনি জানান, অভিযান না শেষ হওয়া পর্যন্ত এ নিয়ে কিছুই বলা যাবে না।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
একবছরের জন্য ঘোষিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি সাড়ে ৫ বছর পর বিলুপ্ত
একবছরের জন্য ঘোষিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি সাড়ে ৫ বছর পর বিলুপ্ত
পেঁয়াজ চুরির অভিযোগে এক ব্যক্তিকে খুঁটিতে বেঁধে নির্যাতন
পেঁয়াজ চুরির অভিযোগে এক ব্যক্তিকে খুঁটিতে বেঁধে নির্যাতন
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি