X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ ২০১৭, ২০:৪৮আপডেট : ২৬ মার্চ ২০১৭, ২০:৫২


নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। নেতৃত্ব নিয়ে স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজীর সঙ্গে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক গ্রুপের বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।
রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে গুলি ছুড়তে হয়।
জানা গেছে, রূপগঞ্জে আওয়ামী লীগের কর্তৃত্ব নিয়ে গত কয়েক মাস ধরেই এই দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটে।
রবিবার দুপুর ১টায় উপজেলার ইছাখালী এলাকায় এমপি গাজী সমর্থিত কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলীর লোকজনদের সঙ্গে রফিকুল ইসলাম রফিকের লোকজনদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। ওই সময়ে একটি মাইক্রোবাস ভাংচুর করা হয়। ভাংচুরের খবর পেয়ে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রফিকের লোকজন ইছাখালী এলাকায় স্বাধীনাত দিবসের মিলাদ মাহফিলে উপস্থিত জায়েদ আলীসহ তার লোকজনের ওপর হামলা চালায়। প্রায় ঘণ্টাব্যপী সংঘর্ষে পথচারী, পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। ভাঙচুর করা হয় অনুষ্ঠানের জন্য রাখা শতাধিক চেয়ার।
আহতদের মধ্যে ইউপি সদস্য আলতাফ হোসেন, জোৎস্না বেগম, আরজুদা, হাসি, ফেরদৌসি, আলাউদ্দিন, বিজয়, দ্বীন ইসলাম, রিফাত, নূর আলম, জামাল বাদশা, শাহাদাত, রবিউল ইসলাম, ফয়সাল, জোবায়ের, শাকিব, আবিদ, মোহাম্মদ আলী, আবুল হোসেন, রুবেল, আওলাদের নাম জানা গেছে। এদের মধ্যে দ্বীন ইসলাম, রুবেল, ফয়সাল, আওলাদ ও দিক বিজয়কে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময়ে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির সংখ্যা অর্ধশত রাউন্ডের মতো হতে পারে।
এ ব্যাপারে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ঘটনার জন্য একে অন্যকে দোষারোপ করেন।

জাহেদ আলী জানান, তাদের শান্তিপূর্ণ স্বাধীনতা দিবসের কর্মসূচিতে রফিকের লোকজন বাধা দিয়ে ভাঙচুর করে অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে।
অপরদিকে রফিকুল ইসলাম জানান, তারা দুপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার সময়ে যাওয়ার সময়ে জাহেদ আলীর লোকজন হামলা চালা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের (গ অঞ্চল) সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইছাখালী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলির সংখ্যা নিরূপণ চলছে।
/এফএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম