X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

সন্ধ্যার পর যেমন ‘জঙ্গি আস্তানা’ এলাকা

সাইফুল ইসলাম, সিলেট
২৬ মার্চ ২০১৭, ২৩:১৪আপডেট : ২৬ মার্চ ২০১৭, ২৩:২৫

 

আতি মহলে কমান্ডো অভিযান রবিবার প্যারা-কমান্ডো অভিযানে দুই জঙ্গি নিহত হওয়ার পর সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহল ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কমান্ডো অভিযানের পর থেকে আতিয়া মহল ও শিববাড়ি এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সব মিলিয়ে শিববাড়ি এলাকা এখন থমথমে, বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। এছাড়া এই এলাকায় ১৪৪ ধারা জারি করায় প্রাণভয়ে বাসা-বাড়ি থেকে কেউ বের  হওয়ার সাহস পাচ্ছেন না।  

সরেজমিনে দেখা গেছে, রাত সাড়ে দশটার দিকে শিববাড়ির মূল প্রবেশপথ ছাড়াও বিভিন্ন এলাকার রাস্তাগুলো বন্ধ রাখা হয়েছে। আতিয়া মহলে সন্ধ্যার পর থেকে কোনও বিস্ফোরণ বা গুলির আওয়াজ শোনা না গেলেও রাত ১০টার দিকে গুলির আওয়াজ শোনা গেছে।

এদিকে শিববাড়ি পাঠানপাড়া এলাকার কয়েকশ পরিবারের সদস্য বাসাবাড়ি থেকে অন্যত্র চলে গেছেন। এই এলাকার সিরাজ মঞ্জিল-এর মালিক হাজী আনোয়ার হোসেন বলেন, ‘আমার বাড়িতে ২২টি ভাড়াটিয়া পরিবার থাকে। ৫ পরিবারের সদস্যরা ছাড়া সবাই নিরাপদ স্থানে চলে গেছেন। আমরা  চরম আতঙ্কে আছি।’

ওই বাড়ির ভাড়াটিয়া বিনা রাণী দাস বলেন, ‘গ্যাস সংযোগ নেই। আত্মীয়-স্বজন আতঙ্কে আছেন। সবাই ফোন করে খোঁজ-খবর নিচ্ছেন।’ প্রায় একই ধরনের কথা জানালেন আরেক বাসিন্দা মোস্তফা মিয়া।

শিববাড়ি পাঠানপাড়া এলাকার সমাজসেবী লিজা তালুকদার জানান, ‘বোমা বিস্ফোরণে ৬জন নিহতের ঘটনার পর ১৪৪জারি হওযায় সাধারণ মানুষ চলাফেরা করতে পারছেন না। গ্যাস-সংযোগ বন্ধ থাকায় রান্নাবান্নায় বিঘ্ন ঘটছে।’ তিনি আরও জানান, ‘রবিবার সন্ধ্যা থেকে এলাকায় অতি-উৎসাহী মানুষের দেখা যাচ্ছে না। জনবহুল এলাকায় এখন ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে।

সন্ধ্যার পর শিববাড়ি এলাকা

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা রাত ১০টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আতিয়া মহল এলাকায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের সাধারণ মানুষের চলাফেরায় সর্তকবস্থা জারি করা হয়েছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।’

উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় আতিয়া মহল নামে পাঁচতলা একটি বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে আতিয়া মহল বাড়ির ভেতর থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়েছে বলে জানান স্থানীয়রা। এরপর ‘আতিয়া মহল’ঘিরে রাখে পুলিশ।  জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনার জন্য শুক্রবার বিকেলে সোয়াত টিম ও রাত সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আর অভিযানে নেতৃত্ব দিতে রাত চারটার দিকে সিলেটে ঘটনাস্থলে পৌঁছান সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শনিবার ভোরে আতিয়া মহলে অভিযান শুরু করে সোয়াত ও সেনাবাহিনীর প্যারা-কমান্ডো বাহিনী।

 আরও পড়ুন: আতিয়া মহলে ২ জঙ্গি নিহত, অভিযান চলবে

/এমএনএইচ/

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই