X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবসে বিএনপির র‌্যালিতে হামলার অভিযোগ

নাটোর প্রতিনিধি
২৭ মার্চ ২০১৭, ০১:৫৭আপডেট : ২৭ মার্চ ২০১৭, ০২:১৭

 

নাটোর যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে বিএনপির র‌্যালিতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ সময় ১০-১২ জন বিএনপি কর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়। জেলা বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, আওয়ামী লীগ কর্মীরা এ হামলার সঙ্গে জড়িত। তবে জেলা আওয়ামী লীগ এই হামলার অভিযোগ অস্বীকার করেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক দাবি করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ১১টার দিকে জেলা বিএনপির অস্থায়ী কার্য়ালয় শহরের আলাইপুর এলাকা থেকে একটি র‌্যালি বের করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। র‌্যালি শেষে শহরের মাদ্রাসা মোড় এলাকায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের কর্মসূচি থাকলেও আওয়ামী লীগ কর্মীদের হামলার আশঙ্কায় তা সংক্ষিপ্ত করে কানাইখালি মাঠের সামনে থেকে ফিরে আসা হয়। জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ফিরে এসে সব অংশগ্রহণকারীকে বাড়ি ফিরে যেতে বলা হয়। কর্মীরা বাড়ি ফিরে যাওয়ার পথে আলাইপুর মুসলিম ইনস্টিটিউটের সামনে বিভিন্ন সরু রাস্তা হয়ে প্রায় ৫০ জন আওয়ামী লীগ কর্মী বিএনপি কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ১০-১২ জন বিএনপি কর্মী আহত হয়।

ভুক্তভোগী সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের বিএনপি কর্মী জাহাঙ্গীর আলম দাবী করেন, তারা বাড়ি ফিরে আসার সময় মুসলিম ইনস্টিটিউটের পাশের সরু রাস্তাসহ বিভিন্ন সরু রাস্তা হয়ে আওয়ামী লীগ কর্মীরা দৌড়ে তাদের ওপর ঝাঁপিয়ে পরে। এ সময় তারা দৌড়ে পালাতে গেলে আওয়ামী লীগ কর্মীরা তাদের মারধর করে। হামলার পর পরই আওয়ামী লীগ কর্মীরা শহরে মিছিল বের করে। এ সময় বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে পুলিশ তাদের ফিরিয়ে দেয়।
অপরদিকে সিংড়া পৌরসভার সাবেক মেয়র, পৌর বিএনপির সভাপতি শামিম আল রাজী দাবি করেন,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি রবিবার দুপুরের দিকে একটি র‌্যালি বের করলে পুলিশ তাতে বাধা দেয়।
এক পর্যায়ে পুলিশ তাদের ব্যানার ছিনিয়ে নেয়।

এ সময় দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএপির(ভারপ্রাপ্ত) সভাপতি খাঁন মো. আলী আজগার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড মুজিবর রহমান মুন্টু, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শামীম আল রাজী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ও যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন।

তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে সিংড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রকৃতপক্ষে বিএনপি কর্মীরা র‌্যালি করতে রাস্তাতেই নামেনি। অপরদিকে তাদের কাছে কোন ব্যানারও ছিল না।

এদিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মালেক শেখ দাবি করেন, বিএনপি কর্মীদের ওপর আওয়ামী লীগের কোনও কর্মী হামলা করেনি।
এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি, সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু দাবি করেন, প্রকাশ্যে নাটোর শহরে এই হামলা ও সিংড়ায় পুলিশি বাধার ঘটনা ঘটেছে।

তিনি দাবি করেন, বাংলাদেশের সব নাগরিকেরই যেকোনও কর্মসূচি পালনের অধিকার ও স্বাধীনতা রয়েছে। অথচ মহান স্বাধীনতা দিবসে জেলা আওয়ামী লীগ ও সিংড়া পুলিশ বিএনপির স্বাধীনতা হরণ করেছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি