X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আতঙ্কে বাসা-বাড়ি ছাড়ছে লোকজন

তুহিনুল হক তুহিন, সিলেট
২৭ মার্চ ২০১৭, ১২:৪৪আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৪:২৬

আতঙ্কে বাসা-বাড়ি ছাড়ছে লোকজন সিলেট মহানগরের দক্ষিণ সুরমায় শিববাড়ির আতিয়া মহলে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো দলের তিনদিন ধরে দফায় দফায় গুলি বর্ষণ আর গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে বাসা ছাড়ছেন লোকজন। দক্ষিণ সুরমা এলাকার লোকজন বাসা-বাড়ি ছেড়ে শহরের উত্তর সুরমায় আত্মীয়দের বাড়িতে উঠছেন। সোমবার (২৭ মার্চ)  সকাল সাড়ে ১০টা থেকে ১১টার ভেতরেই শিববাড়ি, পাঠানপাড়া, জৈনপুর, বান্দরঘাট, গোটাটিকর, খানবাড়ি, ফকিরপাড়া,চান্দাইয়ের অন্তত ১৫-২০টি পরিবারকে বাসা ছেড়ে পুলিশি পাহারায় বের হয়ে যেতে দেখা যায়।

দক্ষিণ সুরমার জৈনপুর এলাকার বাসিন্দা জুম্মন খাঁন বলেন, ‘গুলি আর গ্রেনেডের বিকট শব্দে বাসায় শিশুদের নিয়ে কোনোভাবেই থাকা সম্ভব নয়। তাই বাসা তাল মেরে সিলেট শহরের দরগা গেইট এলাকায় বোনের বাসায় চলে যাচ্ছি।’

তিনি জানান, শিশুরা ভয়ে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে। গুলি আর গ্রেনেডের শব্দ শুনে কান্নাকাটি করে। এলাকায় দিন আর রাত সমান হয়ে গেছে। কেউই ভয়ে বাসা থেকে বের হতে পারছেন না।

সুনামগঞ্জ থেকে গত মঙ্গলবার (২১ মার্চ) সকালে সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় পরিবার নিয়ে বেড়াতে আসেন ব্যবসায়ী আপন দাশ। এরপর শুক্রবার ভোর থেকে জঙ্গিদের গ্রেফতারে অভিযান শুরু হলে বোনের বাসায় আটকে পড়েন তারা। সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর দিয়ে পায়ে হেঁটে তাদেরকে বেরিয়ে যেতে দেখা যায়। আপন দাশ বলেন, ‘দেশে ৭১ এ যেলান যুদ্ধ অইছে, অলান পাঠানপাড়ায় জঙ্গিদের লগে গুলাগুলি চলের। কয়েকটা দিন গেছেনি, মনে হয় যেন কয়েকটা বছর পার করছি। এখন বাড়িত যাইমুগি।’

আতঙ্কে বাসা-বাড়ি ছাড়ছে লোকজন
পাঠানপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা আলী হোসেনকেও তার পরিবার নিয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় সিলেট শহরের উত্তর সুরমায় চলে আসতে দেখা যায়। কথা হয় শাহাজালাল সেতুর অপর। ভয়ে কথা বলছেন আর দ্রুত গতিতে হাঁটছেন। তিনি বলেন, ‘বাসা ছেড়ে নগরের উপশহরের এক আত্মীয় বাসায় যাচ্ছি। নিজ বাসা থাকার পরেও ভয়ে আত্মীয়ের বাসায় উঠতে হচ্ছে।’

শিববাড়ি এলাকার পার্শ্ববর্তী ফকিরপাড়ার বাসিন্দা মুনিম মিয়াকেও ভয়ে বাসা ছেড়ে উত্তর সুরমায় আত্মীয়দের বাড়িতে যেতে দেখা গেছে। তিনি বলেন, ‘গুলি আর বোমার শব্দে কয়েকটা দিন ঘুম হয়নি। মেন্দিবাগ এলাকার আত্মীয়ের বাসায় যাচ্ছি। জঙ্গি ধরা না পড়া পর্যন্ত বাসায় ফিরব না।’

এদিকে, শিববাড়িসহ আশপাশের এলাকার স্কুল-কলেজ নিরাপত্তা জনিত কারণে বন্ধ রয়েছে। পাঠানপাড়াস্থ এলাকার স্কলার্স হোমের শিক্ষিকা মুক্তা চৌধুরী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ক্যাম্পাস বন্ধ রাখা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ কশিনার জেদান আল মুসা (গণমাধ্যম) জানান, নিরাপত্তার কারণে কাউকেই বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়। তবুও অনেককেই পুলিশি পাহারায় বাসা থেকে বের করে নিয়ে আসা হয়। বাসা থেকে যারা বের হয়েছেন তারা অনেকেই উত্তর সুরমায় তাদের আত্মীয়দের বাসায় যাবেন বলে পুলিশকে জানিয়েছেন।  

তিনি আরও জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

/বিএল/ 

আরও পড়ুন:

আতিয়া মহলে কমান্ডো অভিযানের ৫টি ভিডিও প্রকাশ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া