X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রাষ্ট্রীয় মর্যাদায় ওসি মনিরুলের দাফন সম্পন্ন

নোয়াখালী প্রতিনিধি
২৭ মার্চ ২০১৭, ১৯:০২আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৯:০৪

ওসি মনিরুল নোয়াখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বাবার কবরের পাশে শায়িত হলেন সিলেটে বোমা বিস্ফোরণে নিহত জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম (৪০)। সোমবার (২৭ মার্চ) সকালে দ্বিতীয় জানাজা ও নোয়াখালী পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফের নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মাননা জানানো শেষে তাকে দাফন করা হয়।

ওসি মনিরুল জেলা সদরের এওজবালিয়া ইউনিয়নের এওজবালিয়া গ্রামের ৮নং ওয়ার্ডের মন্নান নগর চৌরাস্তা সংলগ্ন নুরুল ইসলাম ডাক্তার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।

মনিরুলের জানাজায় পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, নোয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন, সদর উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম, নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাওলা জিয়াউল হক লিটন, এওজবালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস জাহেরসহ প্রমুখ। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও প্রতিবেশিসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ জানাজায় অংশ নেন।

ওসি মনিরুলের বড় ভাই সিরাজুল ইসলাম সোহাগ জানান, রবিবার দুপুরে সিলেট পুলিশ লাইনসে জানাজা শেষে বিকাল ৩টায় নিহতের মরদেহ নিয়ে রওয়ানা হন ছোটভাই শামিমসহ আত্মীয়-স্বজনরা। রাত প্রায় ১১টার দিকে মনিরুলের মরদেহ বহনকারী মাইক্রোবাসটি গ্রামের বাড়িতে এসে পৌঁছে। আজ সকাল ১০টার দিকে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদা শেষে সকাল প্রায় ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে।

প্রতিবেশিরা জানান, রবিবার রাতে মনিরুলের মরদেহ বাড়িতে আসার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা। রাত থেকে মনিরুলের মুখ দেখতে ভিড় জমান আশপাশের হাজার হাজার মানুষ।

প্রসঙ্গত, গত শনিবার সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার সন্দেহভাজন জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলের’ পাশে সন্ধ্যা ও রাতে পর পর দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম নিহত হন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!