X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘মানুষ মরার পরে দিছে কার্ফু’

জাহিদ হাসান, সিলেট
২৭ মার্চ ২০১৭, ১৯:৪১আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৯:৫১

বোমা বিস্ফোরণে আহতরা ‘কার্ফু জারি করলায় (করেছে), ১৪৪ ধারা দিলায় (দিয়েছে)। মানুষ মরবার আগে দিত, মানুষ মরবার আগে ১৪৪ ধারা জারি করত। কিন্তু মানুষ মরার পরে দিছে কার্ফু।’ কথাগুলো বলছিলেন শনিবার (২৫ মার্চ) জঙ্গিদের বোমা বিস্ফোরণে নিহত মদন মোহন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম অপুর চাচা মো. জাহাঙ্গীর আলম। সিলেটে আতিয়া মহলের জঙ্গি আস্তানায় চলমান ‘টোয়াইলাইট’ অভিযানে শনিবার জঙ্গিদের বোমা হামলার পর কারফিউ জারি করা প্রসঙ্গে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম। জঙ্গিদের বোমা বিস্ফোরণের ওই ঘটনায় পুলিশের দুই সদস্যসহ ছয় জন নিহত হন।
সোমবার (২৭ মার্চ) বিকালে দক্ষিণ সুরমার জালোপাড়ার চাঁদনীঘাট গ্রামে নিহত অপুর বাড়িতে গেলে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার ছোট ছেলে পাপ্পু ও অপু। ওরা দুই ভাই একসঙ্গে সেখানে যায়। যাবার আগে আমারে কয়, আব্বা জাইগি (যাচ্ছি)। ওরা (পাপ্পু ও অপু) নামাজ বাদে যায়। আর আমি মাগরিবের নামাজ পড়তে যাই। দেখি তারা গেছে। এখন আমার ছোট ছেলে ওসমানীতে চিকিৎসাধীন আছে। কিন্তু আমার ভাতিজা আর নাই।’
জাহাঙ্গীর বলেন, ‘দুই বছর আগে মারা গেছে আমার ভাই (নিহত অপুর বাবা)। আর আমি বিয়া-সাদি দেরিতে করেছি, তাদের মানুষ করার লাগি। এটাই আমার তগদিরে (তকদিরে) ছিল।’
এক ভাই ও তিন বোনের মধ্যে সবার বড় ছিল ওয়াহিদুল ইসলাম অপু। তার বড় বোন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। আর ছোট দুই বোন স্কুলে পড়ালেখা করছে। অপু নিজে ছিলেন মদন মোহন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কিন্তু জঙ্গিদের বোমার আঘাতে মৃত্যু ঘটলো তার।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’ নামে পাঁচতলা বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানতে পারে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিট। শুক্রবার (২৪ মার্চ) সকাল ৮টার দিকে ওই বাড়ির ভেতর থেকে গ্রেনেড ছোঁড়া হয়। পরে ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াতকে পাঠানো হয় ঘটনাস্থলে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সন্ধ্যা থেকে পুরো এলাকার নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনীর প্যারা-কমান্ডো দল। পরদিন তারা ওই ভবনের অন্যান্য বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনে।
২৫ মার্চ সন্ধ্যায় আতিয়া মহলের পাশে দুই দফা কাউন্টার অ্যাটাকে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয় জন নিহত হন। আহত হয়েছেন র্যা বের গোয়েন্দা বিভাগের প্রধানসহ অন্তত ৫০ জন। রবিবার (২৭ মার্চ) সন্ধ্যায় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, অভিযানে তাদের হাতে অন্তত দুই জঙ্গি নিহত হয়েছেন।

আরও পড়ুন-

আতিয়া মহলে বিস্ফোরণ, কালো ধোঁয়া

আতিয়া মহলে কমান্ডো অভিযানের ৫টি ভিডিও প্রকাশ

নিরাপদ আশ্রয়ে ছুটছেন আতিয়া মহলের আশপাশের মানুষ

সংযত হয়ে জঙ্গি হামলার খবর পরিবেশনের আহ্বান প্রধানমন্ত্রীর

আতিয়া মহলে নারীসহ চার জঙ্গি নিহত, আর কেউ জীবিত নেই

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী