X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খুলনায় হত্যা মামলায় পিতা-পুত্রসহ ৪ জনকে অর্থদণ্ড

খুলনা প্রতিনিধি
২৭ মার্চ ২০১৭, ২২:০৬আপডেট : ২৭ মার্চ ২০১৭, ২২:০৭

খুলনা খুলনার হরিজন পল্লীতে মনা মুন্সী (৫৬) হত্যা মামলার রায়ে পিতা-পুত্রসহ ৪ আসামিকে ২৫ হাজার করে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ মার্চ) দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম সোলায়মান এ রায় ঘোষণা করেন।

রায়ে অর্থ অনাদায়ে প্রত্যেককে দু্ই বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল কাশেম ব্যাপারী, তার ছেলে আব্দুল হান্নান ব্যাপারী ও আকরাম ব্যাপারী এবং পৌত্র হাসান ব্যাপারী। তাৎক্ষণিকভাবে আদালতে দণ্ডের এক লাখ টাকা জমা দিয়ে দণ্ডপ্রাপ্তরা মুক্তি পান।

মামলার বিবরণে জানা গেছে, নগরীর সোনাডাঙ্গা ময়লাপোতা (হরিজন কলোনি) এলাকায় ডিম কেনা-বেচাকে কেন্দ্র করে ২০১০ সালের ১৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে দুটি পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় বৃদ্ধ মনা মুন্সী আহত হন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে আলাউদ্দিন মুন্সী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সোনাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। ২০১১ সালের ২৬ মে সোনাডাঙ্গা থানার এসআই মতিউর রহমান পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার শুনানি চলাকালে আদালত ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করে। সবশেষে সোমবার রায় ঘোষণা করা হয়। মামলাটি ৩৯২/৩৪ ধারায় হলেও আদালত দণ্ডবিধির ৩০৪ ধারার দ্বিতীয় খণ্ডে বর্নিত অপরাধ হিসেবে আমলে নিয়ে অর্থদণ্ডের এ আদেশ দেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় তাছলিমা বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আরিফ মাহমুদ লিটন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাড. মো. রেজাউল ইসলাম।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা