X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বিস্ফোরক দ্রব্যসহ আটক ২

রাজশাহী প্রতিনিধি
২৮ মার্চ ২০১৭, ১২:৫৬আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১২:৫৮

রাজশাহীতে বিস্ফোরক দ্রব্যসহ আটক ২ রাজশাহীতে আনুমানিক ৫ কেজি বিস্ফোরক দ্রব্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ মার্চ) রাতে রাজশাহী মহানগরীর শিরোইলে পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়ার সহকারী কমিশনার ইফতেখায়ের আলম।
তিনি বলেন, ‘আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের সার্থে আমরা তাদের নাম-ঠিকানা এখনও প্রকাশ করছি না। তবে বিস্ফোরক দ্রব্যগুলোকে বিশেজ্ঞ দ্বারা পরীক্ষা করার প্রক্রিয়া চলছে।’
এদিকে রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম বলেন, ‘সারাদেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় রাজশাহীতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চলছে। সোমবার রাতে নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বাস টার্মিনাল এলাকায় নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৫-১৬১৯) তল্লাশি চালানোর সময় ওই দুই ব্যক্তির কাছে বেশ কিছু পরিমাণ বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়। এ সময় দুইজনকে আটক করা হয়। বিস্ফোরক দ্রব্যগুলো কয়েকটি পলিথিনের ভেতর ছিল। সেগুলো ৪ থেকে ৫ কেজি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
নাহিদুল ইসলাম আরও বলেন, ‘বিস্ফোরক দ্রব্যগুলোর মধ্যে গান পাউডার, সালফার ও গন্ধকসহ বোমা তৈরির আরও কয়েক ধরনের উপকরণ আছে। এগুলো দিয়ে খুবই শক্তিশালী বোমা বানানো যায়। সেগুলো বড় কোনও নাশকতার উদ্দেশে চাঁপাইনবাবগঞ্জ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘আটক দুইজন স্বীকার করেছে- বিস্ফোরক দ্রব্যগুলো দিয়ে শক্তিশালী বোমা বানানো হতো। পুলিশ বিস্ফোরক দ্রব্যগুলোর গন্তব্যস্থলও জানতে পেরেছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। আর আটকরা কোনও জঙ্গি সংগঠনের সদস্য কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।’ এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মীরসরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬
মীরসরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান