X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ২ গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ মার্চ ২০১৭, ১৭:০৩আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৭:০৫

 

নারায়ণগঞ্জে ২ গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ, নিহত ১ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নাজমুল হোসেন (১৭) নামে একজন নিহত হয়। এছাড়া সংঘর্ষে দুইজন টেঁটাবিদ্ধসহ আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ২০-২২টি বসত ঘর।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর ও নয়নাবাদ গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের নাজমুল হোসেন উপজেলার নয়নাবাদ গ্রামের জহির মিয়ার ছেলে ও আড়াইহাজারে হাজী বেলায়েত হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ গ্রামের জসিম ও বাহেরচর গ্রামের জাকিরের মধ্যে সোমবার বিকালে জুয়া খেলাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এনিয়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে উভয় গ্রামের মানুষ মাইকে ঘোষণা দিয়ে ধারালো দা, ছুরি, টেঁটা, বল্লম ইত্যাদী দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিকেল ৩টা পর্যন্ত থেমে থেমে কয়েক দফা সংঘর্ষে আহত হয়ে অন্তত ২০জন। আহতদের মধ্যে নাছির, ইকবাল, আছিয়া, নাজমুল, ডালিম, আলামিন, রুহুল, মোক্তার, সাজোয়ারকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সোনারগাঁয়ের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এছাড়া টেঁটাবিদ্ধ হয়ে আহত নাজমুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুরে সে মারা যায়। আহত অপরদের নাম জানা যায়নি।
সংঘর্ষের সময়ে আজিজুল, জমির আলী, শমলা, রজব আলী, সুরুজ মিয়া, শওকত, বিল্লাল, আমির আলী, সিরাজুল, জসিম, রশিদ, কালাম, লিয়াকত, বাতেনের বসত ঘর ভাঙচুর ও আসবাবপত্র লুটপাট করা হয়।

আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বাহেরচর ও নয়নাবাদ গ্রামের লোকজনদের মধ্যে আগেই থেকে শক্রতা ছিল। এর আগেও গত ২৪ ফেব্রুয়ারি দুই গ্রামের লোকদের মধ্যে হাতাহাতি হয়। সবশেষ সোমবার হাতাহাতির ঘটনার জের ধরে বিকাল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন