X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কেন ডুবলো যাত্রীবাহী ট্রলারটি?

বাগেরহাট প্রতিনিধি
২৯ মার্চ ২০১৭, ০৩:৪৬আপডেট : ২৯ মার্চ ২০১৭, ০৩:৪৬

বাগেরহাটে ডুবে যাওয়া ট্রলার (ছবি- ফোকাস বাংলা)

বাগেরহাটের মোড়েলগঞ্জের পানগুছি নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির জন্য দ্রুতগতিতে নৌবাহিনীর জাহাজের চলাচলকে দায়ী করছেন স্থানীয়রা। তবে জেলা প্রশাসনের দাবি, অতিরিক্ত যাত্রী বহনের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে, ট্রলারডুবির ঘটনা তদন্তে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোমিনুর রশিদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে এই কমিটি প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার হওয়া আশরাফ সিকদার ও এম আর নাজমুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই সময় নদী দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ অতিরিক্ত গতিতে যাচ্ছিল। এতে অনেক বড় ঢেউ ওঠে। এই ঢেউয়ের পানি উঠেই ট্রলারটি তলিয়ে যায়।’

আশরাফ ও নাজমুল জানান, ট্রলারটিতে নারী ও শিশুসহ শতাধিক যাত্রী ছিল। প্রবল ঢেউয়ের তোড়ে প্রথমে ট্রলারটির এক মাথা পানিতে তলিয়ে যায়। পরে ভারসাম্য রাখতে না পেরে গোটা ট্রলারটিই ডুবে যায় পানিতে।

বাগেরহাটে ট্রলার ডুবে যাওয়ার পর চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে

মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজামও এই দুর্ঘটনার জন্য নৌবাহিনীর ওই জাহাজ চলাচলের কথাই উল্লেখ করেন। তিনি বলেন, ‘দ্রুতগতিতে নৌবাহিনীর জাহাজ যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। সোমবারও (২৭ মার্চ) একই কারণে আরেকটি ট্রলার ডুবে যায়। তবে সেদিন কেউ হতাহত হননি।’

তবে প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকেই এই ট্রলারডুবির জন্য দায়ী করছেন অতিরিক্ত যাত্রী বহনকে। মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. শাহ-ই- আলম বাচ্চু বলেন, ‘অতিরিক্ত যাত্রী বহনের কারণে ট্রলারটি ডুবেছে। ট্রলার কর্তৃপক্ষের অসাবধানতাই এর জন্য দায়ী।’

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসও বলেন, ‘অতিরিক্ত যাত্রী বহনের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। কোনও অবস্থাতেই যেন অতিরিক্ত যাত্রী বহন না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে মোড়েলগঞ্জের পানগুছি নদীতে ট্রলারডুবির ঘটনাটি ঘটে। এতে চার নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৪০ জন। স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ, দমকল বিভাগ, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

/এমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী