X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ হাজার সদস্য থাকবেন কুসিকে

কুমিল্লা প্রতিনিধি
২৯ মার্চ ২০১৭, ১৫:৩৪আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৫:৩৪

কুমিল্লা শহরে টহল দিচ্ছে বিজিবি কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৩টি ভোটকেন্দ্রসহ প্রতিটি এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটের দিন মাঠে থাকবে প্রায় সাড়ে পাঁচ হাজার র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য।

নির্বাচন কমিশন সূত্র বলছে, তারা নির্বাচনের দিন নগরীকে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করবেন।

এদিকে, ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় অন্যান্য উপকরণ এরই মধ্যে ঢাকা থেকে বিশেষ নিরাপত্তায় কুমিল্লায় পাঠানো হয়েছে।

অন্যদিকে, নগরীর তালিকাভুক্ত অস্ত্রধারী ও সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে র‌্যাব-পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। মঙ্গলবার রাতে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর ঘনিষ্ঠ সহচর বাদলকে আটক করেছে পুলিশ। এছাড়া মঙ্গলবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নগরীর ২৭টি ওয়ার্ডে প্রায় সাড়ে পাঁচ হাজার র‌্যাব, পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য মাঠে থাকবে। ভোটের দুইদিন আগ থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৪৫ জন ম্যাজিস্ট্রেট আইন-শৃঙ্খলার তদারকি করবেন।

নির্বাচনি এলাকার প্রতিটি ভোট কেন্দ্রে ২৪ জন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে নিয়োজিত করা হয়েছে।  কুসিক নির্বাচনে ১০৩টি ভোট কেন্দ্রের সবগুলোকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ চিহ্নিত করে প্রতিটি কেন্দ্রে ২৪ জন পুলিশ ও আনসার সদস্য এবং র‌্যাবের আট সদস্যের একটি দল দায়িত্ব পালন করবে। এছাড়াও ভোটকেন্দ্রে আসার পথে কোনও ভোটার যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য র‌্যাব ও পুলিশের মোবাইল টিম ওয়ার্ডগুলোতে টহল দেবে।

কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, নির্বাচন সুষ্ঠু করতে কুসিক এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এলাকায় র‌্যাব, পুলিশের টহল ও গাড়িতে তল্লাশি অব্যাহত রয়েছে। অস্ত্রধারী ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল জানান, ভোটের দিন ভোট কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং ভোটারদের নিরাপত্তায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম জানান, নির্বাচনে ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে।

রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল জানান, কুসিক নির্বাচন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিটি করপোরেশন এলাকার সব সরকারি, আধা সরকারি, বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি