X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফরিদপুরকে কেন্দ্র করে আরেকটি নতুন বিভাগের আশ্বাস প্রধানমন্ত্রীর

ফরিদপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০১৭, ১৯:১২আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৯:৩৪

 

ফরিদপুরে প্রধানমন্ত্রী

দীর্ঘ নয় বছর পর ফরিদপুরে এসে ৩২টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি মানুষের কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়  ২০১৯ সালের নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ফরিদপুরবাসীর কাছে ওয়াদা চাই যাতে তারা আওয়ামী লীগকে ভোট দেয় এবং অন্যদেরও নৌকা মার্কায় ভোট দিতে বলেন।’ বুধবার বিকালে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এসময় ফরিদপুর ও আশপাশের কয়েকটি জেলা নিয়ে নতুন বিভাগ গঠনের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ স্বাধীনের পর জাতির জনক প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করে ছিলেন। তার আমলে প্রত্যেকটি মহকুমাকে জেলায় উন্নিত করা হয় এবং পরবর্তীতে আমাদের সরকার বরিশাল, রংপুর ও কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করেছেন। এরই ধারাবাহিকতায় আগামীতে আমরা ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী নিয়ে নতুন বিভাগ করবো।’

এর আগে সভায় উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘ছাত্রছাত্রীদের কাজ লেখাপড়া করা। তারা যেন জঙ্গি, মাদক সেবন ও সন্ত্রাসের পথে  না যায়। সন্তান যেন সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের পথে না যায় সে বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের সজাগ থাকতে হবে। সন্তান কার সঙ্গে মিশে বাবা-মাকে সেটা দেখতে হবে। ইসলাম শান্তির ধর্ম, সৌহার্দের ধর্ম। নিরহ মানুষকে হত্যা ও আত্মহনন ইসলাম সমর্থন করে না। যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথে গেছে তারা ইসলাম ধর্মকে কুলশিত করছে। তারা যাতে  এই পথ ত্যাগ করে এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

এর আগে বেলা ৩টা ১০মিনিটের দিকে প্রধানমন্ত্রী সরকারি রাজন্দ্রে কলেজের মাঠে সভাস্থলে এসে পৌঁছান।

সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন সাংসদ উপনেতা সৈয়াদা সাজেদা চৌধুরী, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রী ফারুক খান, আব্দুর রহমান এমপি এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা প্রমুখ।

/জেবি/

আরও পড়তে পারেন: আ.লীগ মানেই দেশের উন্নয়ন: প্রধানমন্ত্রী


সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা