X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের জামিন মঞ্জুর

গাজীপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০১৭, ২১:১৬আপডেট : ২৯ মার্চ ২০১৭, ২১:২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের জামিন মঞ্জুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান জামিনে মুক্তি পেয়েছেন। তাকে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। গাজীপুরে কর্মরত দুর্নীতি দমন কমিশনের আইনজীবী এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী এনামুল হক জানান, গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক বুধবার বিকেলে তার জামিন মঞ্জুর করেন।

আইনজীবী জানান, পরীক্ষা নিয়ন্ত্রকের আইনজীবীরা গত ২১ মার্চ গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। ২২ মার্চ আবেদনের শুনানি হয়। শুনানি শেষে বিচারক এ কে এম এনামুল হক তাকে জামিন না দিয়ে ২৯ মার্চ কেস ডায়েরি (সিডি) জমা দেওয়াসহ পরবর্তী শুনানির দিন ধার্য করেন। বুধবার (২৯ মার্চ) শুনানি শেষে বিচারক অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন। এ নিয়ে ওই মামলায় গ্রেফতাকৃত চারজনই জামিন পেলেন।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, তিনি গত ১৬ মার্চ গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ জামিন আবেদন  করেন। ওই আদালতের বিচারক মো. ইলিয়াস রহমান তা নাকচ করেন দেন।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ ভোরে ঢাকার মিরপুরের বাসা থেকে বদরুজ্জামানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দায়ের করা দুর্নীতি মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এই মামলার এজাহারভুক্ত আসামি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক কাজী শহীদুল্লাহসহ এ মামলার আসামি ১৩ জন।

 এর আগে গত ১৩ ফেব্রুয়ারি মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাওহীদ জামান শিপু, অর্থ ও হিসাব বিভাগের সহকারী পরিচালক (বেতন ও কল্যাণ) শেখ মোহাম্মদ মোফাজ্জল হোসাইন ও সহকারী রেজিস্টার সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তারা আদালতের মাধ্যমে অন্তর্বর্তীকালীন জামিন পান।

সরকারের নিষেধাজ্ঞার পরও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘‌গণনিয়োগ’ পাওয়া ১৬৯ জন কর্মচারীকে অবৈধভাবে সিলেকশন গ্রেড দিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে সরকারের এক কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ আনা হয়।

তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. হাফিজুর রহমান ও সহকারী কলেজ পরিদর্শক এম এইচ এম এ শাহজাহান বাদী হয়ে আরও তিনটি দুর্নীতির মামলা করেন। দুদক মামলাগুলো তদন্ত করছে।

/জেবি/

আরো পড়তে পারেন: মানব সেতু: সেই উপজেলা চেয়ারম্যানের জামিন মঞ্জুর

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী