X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অবশেষে নতুন ঠিকানা পেলো শিশু ‘একুশ’

চট্টগ্রাম ব্যুরো
৩০ মার্চ ২০১৭, ০৫:১৮আপডেট : ৩০ মার্চ ২০১৭, ০৫:২৯

 

শিশু ’একুশ’ (ছবি: ফোকাস বাংলা) চট্টগ্রামের ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া শিশু ‘একুশ’ অবশেষে নতুন ঠিকানা পেয়েছে। বুধবার চট্টগ্রাম বিশেষ শিশু আদালতের বিচারক (প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ) কয়েকটি শর্তে ‘একুশ’কে শাকিলা আক্তার ও ডা. জাকির হোসেন দম্পতির জিম্মায় দেন। এর মধ্য দিয়ে উদ্ধারের ৩৭ দিন পর নতুন ঠিকানা পেলো শিশুটি।

চট্টগ্রাম শিশু আদালতের বিশেষ পিপি এমএ ফয়েজ জানান, ‘শাকিলা আক্তার ও ডা. জাকির ইসলাম দম্পতির জিম্মায় একুশকে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শিশু আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস। দীর্ঘ শুনানি শেষে এ আদেশ দেন বিচারক।’ তিনি আরও বলেন, ‘১৯৯৮ সালের ২৪ এপ্রিল বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনও সন্তানের জন্ম না হওয়ায় বেশ কয়েকটি শর্তে শিশু একুশকে এই নিঃসন্তান দম্পতির জিম্মায় দেন আদালত।’

বিশেষ পিপি আরও জানান, ‘শর্তগুলোর মধ্যে রয়েছে শিশুটির নামে ১০ লাখ টাকার শিক্ষাবীমা খুলতে হবে। বীমা খোলার পরই ওই তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে একুশকে নিজেদের জিম্মায় নিতে পারবেন।’ 

অ্যাডভোকেট এমএ ফয়েজ বলেন, ‘আমরা এখনও লিখিত আদেশ পাইনি। পূর্ণাঙ্গ আদেশ পেলেই অন্য শর্তগুলো সম্পর্কে জানা যাবে’।

বিশেষ পিপি জানান, একুশকে জিম্মায় নেওয়ার জন্য ১৪টি আবেদন জমা পড়েছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত ডেপুটি কমিশনার (এডিসি, প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ‘বুধবার বিকাল ৩টার দিকে আদালত আদেশ দেন। এর আগে মঙ্গলবার থেকে শিশুটিকে জিম্মায় নেওয়ার আবেদনগুলোর ওপর শুনানি শুরু হয়।’

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি রাত ১০ টায় নগরীর আকবর শাহ থানাধীন কর্নেলহাট প্রশান্তি আবাসিক এলাকার একটি ভবনের পেছনে এক শিশু সন্তানের কান্না শুনতে পান কয়েকজন স্থানীয় ছাত্রলীগকর্মী। পুলিশকে খবর দিলে আকবর শাহ থানা পুলিশ ও ছাত্রলীগকর্মীরা অসুস্থ শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। একুশে ফেব্রুয়ারির দিন উদ্ধার হওয়ায় শিশুটির নাম রাখা হয় ‘একুশ’।

/এএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা