X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ট্রলারডুবি: আরও ৯ জনের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
৩০ মার্চ ২০১৭, ১০:৪৬আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৮:১৩

 

ট্রলার ডুবির ঘটনায় নদী পাড়ে স্বজনরা বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনায় আরও নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হলো। এখনও কমপক্ষে আটজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার সকালে পানগুছি নদীর বারইখালী ও সানকি ডাঙ্গা এলাকার চর থেকে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ওই সাতজনের লাশ উদ্ধার করে। পরে দুপুরে ও বিকালে আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ৯ জনের লাশের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- মজিদ শেখ (৭০), রফিকুল ইসলাম, (৩৫), আমির হাসান (২৭) ও সাজ্জাত হোসেন (২)। তাদের সবার বাড়ি মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।

উদ্ধার অভিযানের নেতৃত্বদানকারী নৌবাহিনীর কমান্ডার শাহরিয়ার আকন বলেন, ‘পানগুছি নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজদের উদ্ধার করতে সরকারের বিভিন্ন বাহিনী গত তিনদিন ধরে অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় বৃহসম্পতিবার সকালে পানগুছি নদীর বিভিন্ন এলাকায় ভাসমান অবস্থায় চার পুরুষ, এক শিশু ও দুইজন নারীর লাশ উদ্ধার করা হয়। বাকি নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রাসেদুল কবির জানান, ‘স্থানীয়রা নদীর চরে ওই লাশগুলো দেখে পুলিশকে খবর দিলে উদ্ধারকর্মীরা তা উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা লাশগুলো শনাক্ত করে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সোয়া ১০টায় মোরেলগঞ্জের পানগুছি নদীতে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনা ঘটে। স্থানীয়রা নদী থেকে অন্তত ত্রিশ জনকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। ঘটনার পরপরই দমকল বিভাগ, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে নদী থেকে ৪ নারীর লাশ উদ্ধার করে। পর দিন বুধবার বেলা ১১টার দিকে পানগুছি নদীর শ্রেণীখালী এলাকার চর থেকে রিমা বেগম (২১) নামের আরও এক নারীর লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে গত দুদিনে ট্রলারডুবির ঘটনায় ৫ নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

/এসএনএইচ/বিএল/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া